শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার রেজিষ্ট্রিশন এর নিয়ম কানুন জানি না টেস্ট করবো কি করে রিকসা চালক সগীরের প্রশ্ন

শাহীন খন্দকার: [২] এদিকে কঠোর লকডাউন বিধিনিষেধের মধ্যেও করোনা পরীক্ষা করাতে রাজধানীর হাসপাতালগুলোতে বেশ ভীড় দেখা যায়। গত কয়েকদিনে ভিড় কম থাকলেও মঙ্গলবার রাজধানীতে তা লক্ষণীয়ভাবে বেড়েছে।

[৩] শ্যামলী ২৫০ শয্যার টিবি হাসপাতালে কথা হয় ফারজানা ফরিয়ার সঙ্গে । তিনি বলেন, অনলাইনে রেজিষ্ট্রেশন করার কারণে ভোগান্তি হয়েছে তার। সরকার যদি সরাস্বরি নিজ নিজ এলাকার হাসপাতালে রেজিষ্ট্রিশন করে পরীক্ষা করার সুযোগ দিতেন তাহলে হয়তো হয়রানির সন্মুখীন হতে হতোনা বলে তিনি মনে করেন।

[৪] এদিকে করোনার লক্ষণ থাকলেও রেজিষ্ট্রেশনের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ করোনার পরীক্ষা করছে না। রিকসা চালক সগীরের সাথে কথা হলে তিনি বলেন, রেজিষ্ট্রেশনের নিয়ম কানুন জানি না। তিনি আরও বলেন তাইলে কি করে পরীক্ষা করবো ? অভিজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, ভাসমানদের চিহ্নিত করা যাচ্ছে না, যার ফলে আক্রান্তদের চিহ্নিত করা সহজ হচ্ছে না। এতে করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

[৫] অনুসন্ধানে জানা যায় গত বছরের চেয়ে চলতি বছর দ্বিগুন করোনারোগীকে হাসপাতালে যেতে হচ্ছে। আইইডিসিআর এর এক গবেষণায় প্রকাশ করোনার তীব্রতা বেড়েছে ফলে সংক্রমনও বেড়েছে। শতকরা ৭ জনের জন্য দরকার হচ্ছে বেশি অক্সিজেন কিংবা আইসিইউ।

[৬] এদিকে গত বছরের চেয়ে এবছর এপ্রিলে প্রতিদিন মৃত্যু ৫০ শতাংশ বেশি, আর হাসপাতালে ভর্তির ৫দিনের মধ্যে মারা গেছে ৫২ শতাংশ। গতবছর প্রতি ৩২ মিনিটে মারাগেছে ১ জন আর চলতি বছর এপ্রিলে ১৫ মিনিটে ১জনের মৃত্যু হয়েছে করোনায়। বেড়েছে নারী মৃত্যুর হার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়