শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার রেজিষ্ট্রিশন এর নিয়ম কানুন জানি না টেস্ট করবো কি করে রিকসা চালক সগীরের প্রশ্ন

শাহীন খন্দকার: [২] এদিকে কঠোর লকডাউন বিধিনিষেধের মধ্যেও করোনা পরীক্ষা করাতে রাজধানীর হাসপাতালগুলোতে বেশ ভীড় দেখা যায়। গত কয়েকদিনে ভিড় কম থাকলেও মঙ্গলবার রাজধানীতে তা লক্ষণীয়ভাবে বেড়েছে।

[৩] শ্যামলী ২৫০ শয্যার টিবি হাসপাতালে কথা হয় ফারজানা ফরিয়ার সঙ্গে । তিনি বলেন, অনলাইনে রেজিষ্ট্রেশন করার কারণে ভোগান্তি হয়েছে তার। সরকার যদি সরাস্বরি নিজ নিজ এলাকার হাসপাতালে রেজিষ্ট্রিশন করে পরীক্ষা করার সুযোগ দিতেন তাহলে হয়তো হয়রানির সন্মুখীন হতে হতোনা বলে তিনি মনে করেন।

[৪] এদিকে করোনার লক্ষণ থাকলেও রেজিষ্ট্রেশনের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ করোনার পরীক্ষা করছে না। রিকসা চালক সগীরের সাথে কথা হলে তিনি বলেন, রেজিষ্ট্রেশনের নিয়ম কানুন জানি না। তিনি আরও বলেন তাইলে কি করে পরীক্ষা করবো ? অভিজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, ভাসমানদের চিহ্নিত করা যাচ্ছে না, যার ফলে আক্রান্তদের চিহ্নিত করা সহজ হচ্ছে না। এতে করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

[৫] অনুসন্ধানে জানা যায় গত বছরের চেয়ে চলতি বছর দ্বিগুন করোনারোগীকে হাসপাতালে যেতে হচ্ছে। আইইডিসিআর এর এক গবেষণায় প্রকাশ করোনার তীব্রতা বেড়েছে ফলে সংক্রমনও বেড়েছে। শতকরা ৭ জনের জন্য দরকার হচ্ছে বেশি অক্সিজেন কিংবা আইসিইউ।

[৬] এদিকে গত বছরের চেয়ে এবছর এপ্রিলে প্রতিদিন মৃত্যু ৫০ শতাংশ বেশি, আর হাসপাতালে ভর্তির ৫দিনের মধ্যে মারা গেছে ৫২ শতাংশ। গতবছর প্রতি ৩২ মিনিটে মারাগেছে ১ জন আর চলতি বছর এপ্রিলে ১৫ মিনিটে ১জনের মৃত্যু হয়েছে করোনায়। বেড়েছে নারী মৃত্যুর হার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়