শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার রেজিষ্ট্রিশন এর নিয়ম কানুন জানি না টেস্ট করবো কি করে রিকসা চালক সগীরের প্রশ্ন

শাহীন খন্দকার: [২] এদিকে কঠোর লকডাউন বিধিনিষেধের মধ্যেও করোনা পরীক্ষা করাতে রাজধানীর হাসপাতালগুলোতে বেশ ভীড় দেখা যায়। গত কয়েকদিনে ভিড় কম থাকলেও মঙ্গলবার রাজধানীতে তা লক্ষণীয়ভাবে বেড়েছে।

[৩] শ্যামলী ২৫০ শয্যার টিবি হাসপাতালে কথা হয় ফারজানা ফরিয়ার সঙ্গে । তিনি বলেন, অনলাইনে রেজিষ্ট্রেশন করার কারণে ভোগান্তি হয়েছে তার। সরকার যদি সরাস্বরি নিজ নিজ এলাকার হাসপাতালে রেজিষ্ট্রিশন করে পরীক্ষা করার সুযোগ দিতেন তাহলে হয়তো হয়রানির সন্মুখীন হতে হতোনা বলে তিনি মনে করেন।

[৪] এদিকে করোনার লক্ষণ থাকলেও রেজিষ্ট্রেশনের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ করোনার পরীক্ষা করছে না। রিকসা চালক সগীরের সাথে কথা হলে তিনি বলেন, রেজিষ্ট্রেশনের নিয়ম কানুন জানি না। তিনি আরও বলেন তাইলে কি করে পরীক্ষা করবো ? অভিজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, ভাসমানদের চিহ্নিত করা যাচ্ছে না, যার ফলে আক্রান্তদের চিহ্নিত করা সহজ হচ্ছে না। এতে করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

[৫] অনুসন্ধানে জানা যায় গত বছরের চেয়ে চলতি বছর দ্বিগুন করোনারোগীকে হাসপাতালে যেতে হচ্ছে। আইইডিসিআর এর এক গবেষণায় প্রকাশ করোনার তীব্রতা বেড়েছে ফলে সংক্রমনও বেড়েছে। শতকরা ৭ জনের জন্য দরকার হচ্ছে বেশি অক্সিজেন কিংবা আইসিইউ।

[৬] এদিকে গত বছরের চেয়ে এবছর এপ্রিলে প্রতিদিন মৃত্যু ৫০ শতাংশ বেশি, আর হাসপাতালে ভর্তির ৫দিনের মধ্যে মারা গেছে ৫২ শতাংশ। গতবছর প্রতি ৩২ মিনিটে মারাগেছে ১ জন আর চলতি বছর এপ্রিলে ১৫ মিনিটে ১জনের মৃত্যু হয়েছে করোনায়। বেড়েছে নারী মৃত্যুর হার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়