শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার রেজিষ্ট্রিশন এর নিয়ম কানুন জানি না টেস্ট করবো কি করে রিকসা চালক সগীরের প্রশ্ন

শাহীন খন্দকার: [২] এদিকে কঠোর লকডাউন বিধিনিষেধের মধ্যেও করোনা পরীক্ষা করাতে রাজধানীর হাসপাতালগুলোতে বেশ ভীড় দেখা যায়। গত কয়েকদিনে ভিড় কম থাকলেও মঙ্গলবার রাজধানীতে তা লক্ষণীয়ভাবে বেড়েছে।

[৩] শ্যামলী ২৫০ শয্যার টিবি হাসপাতালে কথা হয় ফারজানা ফরিয়ার সঙ্গে । তিনি বলেন, অনলাইনে রেজিষ্ট্রেশন করার কারণে ভোগান্তি হয়েছে তার। সরকার যদি সরাস্বরি নিজ নিজ এলাকার হাসপাতালে রেজিষ্ট্রিশন করে পরীক্ষা করার সুযোগ দিতেন তাহলে হয়তো হয়রানির সন্মুখীন হতে হতোনা বলে তিনি মনে করেন।

[৪] এদিকে করোনার লক্ষণ থাকলেও রেজিষ্ট্রেশনের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ করোনার পরীক্ষা করছে না। রিকসা চালক সগীরের সাথে কথা হলে তিনি বলেন, রেজিষ্ট্রেশনের নিয়ম কানুন জানি না। তিনি আরও বলেন তাইলে কি করে পরীক্ষা করবো ? অভিজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, ভাসমানদের চিহ্নিত করা যাচ্ছে না, যার ফলে আক্রান্তদের চিহ্নিত করা সহজ হচ্ছে না। এতে করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

[৫] অনুসন্ধানে জানা যায় গত বছরের চেয়ে চলতি বছর দ্বিগুন করোনারোগীকে হাসপাতালে যেতে হচ্ছে। আইইডিসিআর এর এক গবেষণায় প্রকাশ করোনার তীব্রতা বেড়েছে ফলে সংক্রমনও বেড়েছে। শতকরা ৭ জনের জন্য দরকার হচ্ছে বেশি অক্সিজেন কিংবা আইসিইউ।

[৬] এদিকে গত বছরের চেয়ে এবছর এপ্রিলে প্রতিদিন মৃত্যু ৫০ শতাংশ বেশি, আর হাসপাতালে ভর্তির ৫দিনের মধ্যে মারা গেছে ৫২ শতাংশ। গতবছর প্রতি ৩২ মিনিটে মারাগেছে ১ জন আর চলতি বছর এপ্রিলে ১৫ মিনিটে ১জনের মৃত্যু হয়েছে করোনায়। বেড়েছে নারী মৃত্যুর হার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়