শাহীন খন্দকার: [২] যারা অন্য হাসপাতালে আছে তাদের এখনই ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে রেফার না করার জন্য অনুরোধ করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ব্রিফিংয়ে এ অনুরোধ করেন।
[৩] পরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ১৯৯ জন রোগী রিপোর্ট করেছেন এবং ৮২ জনকে ভর্তি করা হয়েছে। ডিএনসিসি কোভিড হাসপাতালে এখন পর্যন্ত আইসিইউর সংখ্যা মোট ৮০টি।
[৪] এদের মধ্যে ৩৪ জনকে আইসিউতে নেয়া হয়েছিল, ৪ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে ৭৮ জন ভর্তি আছে।