শিরোনাম
◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয়দের জন্যও ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা

রাশিদুল ইসলাম : [২] করোনার নতুন মিউট্যান্ট প্রজাতিও ছড়িয়ে পড়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হয়েছে। এবার পাকিস্তান, বাংলাদেশের মতো ভারতকেও লাল তালিকায় ফেলল ব্রিটেন। টাইমস অব ইন্ডিয়া

[৩] করোনা আবহে ভারত থেকে আপাতত কেউ ব্রিটেনে পা রাখতে পারবেন না, ব্রিটিশ পার্লামেন্টে এমনটাই ঘোষণা করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

[৪] ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক বলেছেন, ব্রিটিশ পার্লামেন্ট থেকে নয়া নির্দেশিকায় ভারতে বসবাসকারী ব্রিটেন বা আয়ারল্যান্ডের নাগরিকদের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই। তারা দেশে ঢুকতে পারবেন। কিন্তু কোনও ভারতীয় নাগরিক এই মুহূর্তে ব্রিটেনে পা রাখতে পারবেন না। জরুরি অবস্থায় যদি নিষেধাজ্ঞা চলাকালীন কোনও ভারতীয় ব্রিটেনে আসেন তাহলে তাকে নিজের খরচায় কোভিড টেস্ট করিয়ে ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। দেশে ঢোকার দ্বিতীয় ও অষ্টম দিনে করোনা পরীক্ষা করাতে হবে। নিজের খরচেই কোনও কোয়ারেন্টাইন হোটেলে সেলফ-আইসোলেশনে থাকতে হবে।

[৫] চলতি মাসের শেষে তিনদিনের জন্য ভারত সফরে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষার নানা বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের।

[৬] করোনা সংক্রমণে গত ৯ এপ্রিল কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল ব্রিটেন। এই দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান, বাংলাদেশ, কেনিয়া, ফিলিপিন্স ইত্যাদি। এবার সেখানে ভারতের নামও যোগ হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়