শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয়দের জন্যও ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা

রাশিদুল ইসলাম : [২] করোনার নতুন মিউট্যান্ট প্রজাতিও ছড়িয়ে পড়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হয়েছে। এবার পাকিস্তান, বাংলাদেশের মতো ভারতকেও লাল তালিকায় ফেলল ব্রিটেন। টাইমস অব ইন্ডিয়া

[৩] করোনা আবহে ভারত থেকে আপাতত কেউ ব্রিটেনে পা রাখতে পারবেন না, ব্রিটিশ পার্লামেন্টে এমনটাই ঘোষণা করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

[৪] ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক বলেছেন, ব্রিটিশ পার্লামেন্ট থেকে নয়া নির্দেশিকায় ভারতে বসবাসকারী ব্রিটেন বা আয়ারল্যান্ডের নাগরিকদের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই। তারা দেশে ঢুকতে পারবেন। কিন্তু কোনও ভারতীয় নাগরিক এই মুহূর্তে ব্রিটেনে পা রাখতে পারবেন না। জরুরি অবস্থায় যদি নিষেধাজ্ঞা চলাকালীন কোনও ভারতীয় ব্রিটেনে আসেন তাহলে তাকে নিজের খরচায় কোভিড টেস্ট করিয়ে ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। দেশে ঢোকার দ্বিতীয় ও অষ্টম দিনে করোনা পরীক্ষা করাতে হবে। নিজের খরচেই কোনও কোয়ারেন্টাইন হোটেলে সেলফ-আইসোলেশনে থাকতে হবে।

[৫] চলতি মাসের শেষে তিনদিনের জন্য ভারত সফরে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষার নানা বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের।

[৬] করোনা সংক্রমণে গত ৯ এপ্রিল কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল ব্রিটেন। এই দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান, বাংলাদেশ, কেনিয়া, ফিলিপিন্স ইত্যাদি। এবার সেখানে ভারতের নামও যোগ হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়