শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয়দের জন্যও ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা

রাশিদুল ইসলাম : [২] করোনার নতুন মিউট্যান্ট প্রজাতিও ছড়িয়ে পড়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল হয়েছে। এবার পাকিস্তান, বাংলাদেশের মতো ভারতকেও লাল তালিকায় ফেলল ব্রিটেন। টাইমস অব ইন্ডিয়া

[৩] করোনা আবহে ভারত থেকে আপাতত কেউ ব্রিটেনে পা রাখতে পারবেন না, ব্রিটিশ পার্লামেন্টে এমনটাই ঘোষণা করেছেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

[৪] ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক বলেছেন, ব্রিটিশ পার্লামেন্ট থেকে নয়া নির্দেশিকায় ভারতে বসবাসকারী ব্রিটেন বা আয়ারল্যান্ডের নাগরিকদের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই। তারা দেশে ঢুকতে পারবেন। কিন্তু কোনও ভারতীয় নাগরিক এই মুহূর্তে ব্রিটেনে পা রাখতে পারবেন না। জরুরি অবস্থায় যদি নিষেধাজ্ঞা চলাকালীন কোনও ভারতীয় ব্রিটেনে আসেন তাহলে তাকে নিজের খরচায় কোভিড টেস্ট করিয়ে ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। দেশে ঢোকার দ্বিতীয় ও অষ্টম দিনে করোনা পরীক্ষা করাতে হবে। নিজের খরচেই কোনও কোয়ারেন্টাইন হোটেলে সেলফ-আইসোলেশনে থাকতে হবে।

[৫] চলতি মাসের শেষে তিনদিনের জন্য ভারত সফরে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি কূটনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষার নানা বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের।

[৬] করোনা সংক্রমণে গত ৯ এপ্রিল কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল ব্রিটেন। এই দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান, বাংলাদেশ, কেনিয়া, ফিলিপিন্স ইত্যাদি। এবার সেখানে ভারতের নামও যোগ হল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়