শাহীন খন্দকার: [২] ঢাকার মহাখালীর ডিএনসিসি মার্কেটে গড়ে তোলা হয়েছে করোনা রোগীদের চিকিৎসার জন্য সবচেয়ে বড় হাসপাতাল। হাসপাতালটি ১০০০ শয্যার। যার অর্ধেকের বেশি শয্যায় রোগীকে অক্সিজেন সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে রোববার।
[৩] এদিকে সোমবার সকাল ৮টা থেকে এখানে রোগী ভর্তি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রথম ৭ ঘণ্টায় ঢাকার বাহির থেকে ৬ আর রাজধানীর বিভিন্ন বেসরকারী এই হাসপাতালে করোনা আক্রান্ত ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে নারী রয়েছে ১২ জন পুরুষ ৩৩ জন । এর মধ্যে ১০জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এ কথা জানিয়েছেন। এছাড়াও ভর্তির অপেক্ষায় রয়েছে ৪০ জন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানালেন, ডিএনসিসি মার্কেট এখন দেশের বৃহৎ করোনা হাসপাতাল।
[৪] এক হাজার শয্যার এ হাসপাতালে করোনার চিকিৎসার জন্য ২১২টি পূর্ণাঙ্গ আইসিইউ বেড, ২৫০ টি এইচডিইউ বেড, ৪৩৮ টি কোভিড আইসোলেটেড রোম রয়েছে। ইমার্জেন্সি ৫০টি যার ৩০টিতে পুরুষ আর ২০টিতে নারী রোগীদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আরটিপিসিআর ল্যাব, প্যাথোলজি ল্যাব, রেডিও থেরাপি সেণ্টার, এক্সরে সুবিধাসহ অন্যান্য সুবিধা ও রয়েছে বলে জানালেন পরিচালক।
[৫] পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, মাএ ২০দিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দ্রুত হাসপাতালটি প্রস্তুত করা হয়েছে। শুরুতে সচল করা হ'য়েছে ২৬০ টি বেড। যার মধ্যে আইসিইউ বেড ৬০ টি ইর্মাজেণ্সি ৫০টি জেনারেল ওয়ার্ড ১৫০ টি।
[৬] আগামী সাতদিনের মধ্যে আরও ২৫০টি বেড সচল হবে। সেই সঙ্গে আগামী ২৯ এপ্রিলের মধ্যে হাসপাতালটি পরিপূর্ণ ভাবে সচল করা হবে বলে তিনি জানালেন।