শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৩৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে বালুবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন ।

রবিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরীর পাটগুদাম মুক্তিযোদ্ধা পল্লী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সুজন (২৮) ও পার্শ্ববর্তী দুলদুল ক্যাম্পের বাসিন্দা সুরুজ আলীর ছেলে সুমন (১৩)।

নিহত সুমনের চাচা তোফাজ্জল হোসেন বলেন, সুজন পাটগুদাম এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী ও সুমন তার দোকানের কর্মচারী। রাতে সুমনকে সাথে নিজের মোটরসাইকেলে করে বাইপাস এলাকায় একটি ভাঙ্গারি দোকানে যাচ্ছিল পাওনা টাকা আনতে। পথে এই দুর্ঘটনাটি ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সড়কটি ফাঁকা পেয়ে দ্রুতগতিতে কিছুটা হেলেদুলে যাচ্ছিল তারা। ওই মোটরসাইকেলের পেছনেই ছিল দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক। মোটরসাইকেল চালক সুজন তার সামনে হঠাৎ একটি অটোরিকশা দেখতে পেয়ে দ্রুত ব্রেক চাপলে পেছন থেকে ট্রাকটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে যান। এসময় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে তারা দু’জনই ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়