শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৩৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে বালুবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন ।

রবিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরীর পাটগুদাম মুক্তিযোদ্ধা পল্লী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সুজন (২৮) ও পার্শ্ববর্তী দুলদুল ক্যাম্পের বাসিন্দা সুরুজ আলীর ছেলে সুমন (১৩)।

নিহত সুমনের চাচা তোফাজ্জল হোসেন বলেন, সুজন পাটগুদাম এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী ও সুমন তার দোকানের কর্মচারী। রাতে সুমনকে সাথে নিজের মোটরসাইকেলে করে বাইপাস এলাকায় একটি ভাঙ্গারি দোকানে যাচ্ছিল পাওনা টাকা আনতে। পথে এই দুর্ঘটনাটি ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সড়কটি ফাঁকা পেয়ে দ্রুতগতিতে কিছুটা হেলেদুলে যাচ্ছিল তারা। ওই মোটরসাইকেলের পেছনেই ছিল দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক। মোটরসাইকেল চালক সুজন তার সামনে হঠাৎ একটি অটোরিকশা দেখতে পেয়ে দ্রুত ব্রেক চাপলে পেছন থেকে ট্রাকটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে যান। এসময় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে তারা দু’জনই ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়