শিরোনাম
◈ আমার প্রত্যাশা আমার ক্লায়েন্ট শেখ হাসিনা খালাস পাবেন, এটা আমি বিশ্বাস করি: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ◈ ইতালিকে ৪-১ গো‌লে হা‌রি‌য়ে বিশ্বকাপে নরওয়ে ◈ মধ্যরাতে কিশোরগঞ্জের গ্রামীণ ব্যাংকে আগুন ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে হোয়াইটওয়াশ হ‌লো শ্রীলঙ্কা ◈ পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা ◈ শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যতো রায় ◈ এবার আইপিএলে ৭৭ ক্রিকেটার নিলামে বিক্রি হবে, ২৩৭ কোটি রু‌পি ফ্র্যাঞ্চাইজিদের হাতে ◈ রায় ঘোষণার আগে সজীব ওয়াজেদের হুঁশিয়ারি: ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না উঠলে নির্বাচন ঠেকাব, সহিংসতা অনিবার্য’ ◈ মুশফিকুর র‌হিম ভাই আমাদের জন‌্য অনেক বড় অনুপ্রেরণা ◈ আমার মায়ের কিছু হবে না, ভারত তাঁকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে: সজীব ওয়াজেদ জয়

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যু’র প্রহর গুনা এক শিশু’র কান্না থামালেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান

মনজুর অনিক: [২] মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহনাভুতি কি মানুষ পেতে পারেনা বন্ধু। এ গানের সুর নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি’র হৃদয়ে বেজেছে। তাইতো চার বছরের শিশু জাহিদুলের হার্টে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন। দিনরাত কান্নকাটি আর সন্তানের মৃত্যুর প্রহর গুনছিল যে পরিবারটি। আজ তাদের চোঁখে আনন্দের অশ্রু ফতুল্লার কাশিপুর ভ্যান কলোনী এলাকার দিনমজুর বাবা পারভেজ মিয়ার।

[৩] সালমা ওসমান লিপি বলেন, শিশু জাহিদুলের বাবা সামান্য দিনমজুর। তাই সন্তানের জন্য দিনরাত কান্নকাটি আর মৃত্যু’র প্রহর গুন পরিবারটি। এমন কথা শুনে আমি তার চিকিৎিসার ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশে একজনই ডাক্তার আছে যিনি এ ধরনের রোগীদের অপরাশন করেন। আমি ওই ডাক্তারের ব্যক্তিগত সহকারীর সঙ্গে একাধিকবার কথা বলে নিশ্চিত করি শিশুটির অপারেশনের জন্য। পরে ডাক্তার রাজি হয়েছেন, ১৮ এপ্রিল অপারেশন করবেন। আশা করছি আল্লাহর রহমতে শিশুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

[৪] পারভজে মিয়া বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে জাহিদুলের হার্টে ছিদ্র ও ব্লক আছে জানান ডাক্তার। এর জন্য দ্রুত অপরাশেন করতে হবে। অন্যথায় জাহিদুলকে বাঁচানো সম্ভব না।

[৫] এরজন্য ডাক্তার ৩ লাখ টাকা খরচ হবে জানান। আমি দিনমজুর। দিনে যখন যে কাজ করে যত টাকা পাই তা দিয়ে সংসার ঠিক মতো চলে না। সন্তানরে কিভাবে বাঁচাবো। তারপরও যা কিছু ছিল সব বিক্রি করে ও মানুষের কাছ থেকে ধার দেনা করে ৫০ হাজার টাকা মিল করি। কিন্তু আরো আড়াইলাখ টাকা কোথায় পাবো?

[৬] এজন্য আমার সন্তানকে বাঁচানোর আশাই ছেড়ে দিয়ে ছিলাম। তিনি আরো বলেন, ম্যাডামের সহায়তায় আমার ছেলে সুস্থ হয়ে উঠবে। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি ও তার পরিবারকে আল্লাহ ভালো রাখুক। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়