শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম স্বামীকে ডিভোর্স, দ্বিতীয় স্বামীর বাড়িতে অনশন

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে স্ত্রীর অধিকার পেতে রবিউল ইসলাম লাভলু নামে এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন ২৪ বছর বয়সী তরুণী। তবে এর আগেই পালিয়ে যান রবিউল।

শনিবার সদর উপজেলার ফতুল্লার দাপা নূর মসজিদের কাছে রবিউলের বাড়িতে দুপুর থেকে রাত পর্যন্ত অবস্থান নেন ভুক্তভোগী তরুণী। রবিউল একই এলাকার আব্দুল খায়েরের ছেলে।

এদিকে, মেয়েকে বুঝিয়ে নিজের বাবার বাসায় যাওয়ার অনুরোধ করেন ফতুল্লা থানার পুলিশ সদস্যরা। কিন্তু ব্যর্থ হয়ে তারা চলে যান।

ভুক্তভোগী তরুণী জানান, রবিউলের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে প্রথম স্বামীকে ডিভোর্স দেন ওই তরুণী। এরপর ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর ইসলামি শরিয়ত মোতাবেক কাজির মাধ্যমে রবিউলকে বিয়ে করেন তিনি। বিয়ের পর বেশ কিছুদিন তারা ফতুল্লার ভূইঘড় এলাকায় ভাড়া বাসায় থাকেন।

বিয়ের চার মাস পর স্ত্রীকে না বলে বাসা থেকে চলে আসেন রবিউল। পরবর্তীতে রবিউলের বাসায় এলে বাড়ির লোকজন তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন। এ নিয়ে গত দুই বছরে পুলিশ, সামাজিক বিচার-সালিশ হলেও তারা তাকে বাসায় তুলছে না।

একপর্যায়ে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। পরে স্ত্রী হিসেবে মেনে নেয়ার আশ্বাস দিলে স্বামী ও শ্বশুরকে জামিনে বের করে আনেন। কারাগার থেকে বেরিয়ে এসে তাকে মেনে নেয়া তো দূরের কথা উল্টো মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেন স্বামী-শ্বশুর।

তাই কোনো উপায় না পেয়ে স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর বাড়িতে রয়েছেন তিনি। মীমাংসা না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়