শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হায়দ্রাবাদকে হ্যাটট্রিক হারের লজ্জা দিয়ে মুম্বাইয়ের টানা দ্বিতীয় জয়

রাহুল রাজ: [২]কম রান করেও আবারো বোলারদের নৈপুণ্যে দুর্দান্ত এক ম্যাচ জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে রোববার নিজেদের তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে হারিয়ে টুৃর্নামেন্টে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিল রোহিত শর্মার দল। অন্যদিকে আসরে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই হারল ওয়ার্নারের হায়দরাবাদ।
[৩]আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ১৯.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।
[৪]রান তাড়া করতে নেমে আজও দারুণ শুরু করেন দুই ওপেনার বেয়ারস্টো ও ওয়ার্নার। পাওয়ারপ্লেতে ৫৭ রান যোগ করে দুজন। এমন সময় অনেকট বলে বলেই রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। দলীয় ৬৭ রানে বেয়ারস্টো ২২ বলে ৪৩ রান করে বিদায় নিলে শুরু হয় উইকেটের পতন।
[৫]ডেভিড ওয়ার্নার রান আউট হয়ে ৩৬ রান করে ফেরার পর রাহুল চাহারের ঘূর্নিতে একে একে ফিরে যেতে থাকেন ব্যাটাররা। শেষ দিকে বোল্ট-বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে ২ বল আগেই অলআউট হয় হায়দরাবাদ।
[৬]এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভাল শুরু করেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত ও ডি কক। ৫৫ রানের জুটির পর ৩২ রান করে ফেরেন রোহিত। ৩৯ বলে ৪০ রান করে ফেরেন ডি কক। এরপর মিডল অর্ডারে ধ্বস নামে৷ তবে শেষদিকে পোলার্ডারে ২২ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে ১৫০ রানের লড়াকু পুঁজি পায় মুম্বাই।
[৭]সংক্ষিপ্ত স্কোর :
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৫০/৫(ডি কক ৪০, রোহিত ৩২; শঙ্কর ২/১৯, মুজিব ২/২৯)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৯.৪ ওভারে ১৩৭/১০(বেয়ারস্টো ৪৩, ওয়ার্নার ৩৬; চাহার ৩/১৯, বোল্ট ৩/২৮)

  • সর্বশেষ
  • জনপ্রিয়