স্বপন দেব: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম বাছিরপুরে পুরবী রানী দাশ (১৭) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। সে উপজেলার পশ্চিম বাছিরপুরের রাজকুমার দাশের মেয়ে।
শনিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় দিকে তরুণীটি তার নিজ বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। পুরবী জুড়ীর তৈয়বুননেছা খানম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরবীর সাথে দীর্ঘদিন থেকে জকিগঞ্জ উপজেলার এক আত্মীয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে সকালে পরিবারের অন্যদের সাথে ঝগড়া হয়। কলহের এক পর্যায়ে পুরবী নিজ ঘরে উড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।