নিজস্ব প্রতিবেদক: [২] নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৮৮৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- রোকনুজ্জামান ওরফে রাতুল (৩৪), রাসেল মাদবর (৩০) ও বাবুল (২৭)।
[৩] র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস জানান, কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপে করে ফেন্সিডিলের চালান নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে আসার তথ্যে র্যাব-৩ এর আভিযানিক দল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সশয় ওই তিনজন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।