শিরোনাম

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমি স্বেচ্ছায় আত্মহননের পথ বেছে নিলাম, মুসলিম রীতিতে আমাকে দাফন করা হোক’ আত্মহত্যার আগে করোনা রোগীর চিরকুট

মাসুদ আলম: [২] হাসিব ইকবাল হক সনি (৫০) রাজধানীর মুগদা মেডিকেলের ১১তলার ১১০৬ নম্বর কেবিন চিকিৎসাধীন ছিলেন। গত ৯ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি । শুক্রবার রাতে ১০টায় হঠাৎ তিনি হাসপাতালের কেবিনের বাইরের রেলিং থেকে লাফ দেন। পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার কেবিন থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

[৩] হাসিব ইস্কাটনের ৫৪ নম্বর বাড়ির বি-২ ফ্ল্যাটে একাই থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। গ্রামের বাড়ি কুমিল্লায়। তার আত্মীয় স্বজনরা যুক্তরাষ্ট্রে থাকেন। একা থাকতে থাকতে মানসিক সমস্যাও ভুগছিলেন। এ থেকে আত্মহত্যা করতে পারে।

[৪] মুগদা থানার এসআই শরিফুল ইসলাম বলেন, হাসিবের বিছানায় এক পাতার সুইসাইড নোট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে করোনার যন্ত্রণায় আত্মহত্যা করেছে। কেউ তার খোঁজ নিতো না। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তার এক সৎ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তিনি আসেননি। পরে শনিবার তার এক আত্মীয়র কাছে লাশ হস্তান্তর করা হয়।

[৫] হাসপাতালে এক রোগীর স্বজন জানান, রাতে একজন নার্স এসে রুমে রুমে জিজ্ঞাসাবাদ করেন আপনাদের রোগী আছে ? রোগীদের নাম পরিচয় নিশ্চিত হয়ে চলে গেলো। পরে তারা জানতে পরেন একজন করোনা রোগী ১১ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। সুইসাইড নোটটি একাধিক পৃষ্ঠার ছিলো। অনেকে পুলিশ আসার আগে এটি পড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়