রাকিবুল রিফাত: [২] পশ্চিম প্যাসিফিক সমুদ্র উপকূলে মৌসুমের প্রথম টাইফুন ভয়াবহ শক্তি সঞ্চার করছে। বেশকিছুদিন ধরেই লঘূচাপে সৃষ্ট টাইফুনটি উৎপত্তিস্থলে ঘুরপাক খাচ্ছিলো। এবং খুব ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছোলি। কিন্তু গত চব্বিশ ঘন্টায় ঝড়টি দ্রুত এগিয়ে চলছে। সিএনএন
[৩] গ্রীস্মমন্ডলীয় আবহাওয়ায় তাপমাত্রা বাড়ার ফলে সৃষ্ট চাপে তৈরী হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ। বৃহস্পতিবার থেকে যার গতি বেড়ে দাড়ায় ঘন্টায় ১৩৫ কি.মি। গত কয়েকদিন আগে ফিলিপাইন আবহাওয়া অধিদপ্তর জানায় টাইফুনটি ফিলিপাইন উপকূল থেকে উত্তর পশ্চিম দিকে দুর দিয়ে চলে যাবে। কিন্তু হঠ্যাৎ করে গতিপথ পরিবর্তন করে ঝড়টি যাতে মূল উপকুলে আঘাতের সম্ভাবনা রয়েছে।
[৪] বর্তমানে টাইফুনটি পিলিপাইন থেকে ১০০ মাইল দুরে আছে যা রোববার নাগাদ আঘাত হানতে পারে। এরই মধ্যে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। উপকুল অঞ্চল থেকে মানুষ সরানো হচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল