শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লুকা মদরিচ রিয়াল মাদ্রিদে আরও এক বছর খেলবেন

স্পোর্টস ডেস্ক : [২] দুই পক্ষই অর্থাৎ রিয়াল মাদ্রিদ ও খেলোয়াড় লুকা মদরিচ নতুন চুক্তির ব্যাপারে রাজি হয়েছে। আরও এক বছর, ২০২২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

[৩] বয়স ৩৫ গেলেও এখনো দুর্দান্ত ফর্মে আছেন মদরিচ। চলতি মৌসুমে দারুণ ছন্দ থাকা মধ্যমাঠের মায়েস্ত্রো পারফর্ম্যান্স দিয়ে লস ব্লাঙ্কোসকে প্রণোদিত করেছেন তার সঙ্গে চুক্তি বাড়াতে।

[৪] রিয়ালের সঙ্গে মদরিচের চুক্তির মেয়াদ আছে ২০২১ পর্যন্ত। তবে অভিজ্ঞ এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে বেশ কয়েক মাস ধরে আলোচনায় ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অন্যদিকে, করোনা মহামারি কারণে জিনেদিন জিদানের দলের বেতন হ্রাসের পরও সান্তিয়াগো বার্নাব্যুতে থাকতে চান ক্রোয়াট তারকা।

[৫] আনুষ্ঠানিকভাবে এই চুক্তি হলে, মাদ্রিদে নিজের ১০ম মৌসুমের জন্য প্রস্তুতি নেবেন মদরিচ। অর্থাৎ, ৩৬ বছর বয়সেও অল হোয়াইট জার্সিতে দেখা যাবে ‘ক্রুইফ অব ক্রোয়েশিয়া’কে। ২০১২ সালে টটেনহামে ছেড়ে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দেন তিনি। এরপর মাঝমাঠে দ্রুত ক্লাবের অন্যতম ভরসা ও সমর্থকদের পছন্দের খেলোয়াড় হয়ে ওঠেন মদরিচ।

[৬] রিয়ালের হয়ে তিনি এখন পর্যন্ত ৩৮৩ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল ও ৬১ অ্যাসিস্ট। বিখ্যাত সাদা জার্সিতে জিতেছেন ৪টি চ্যাম্পিয়নস লিগ, ২টি লা লিগা, একটি কোপা দেল রে এবং ৪টি ক্লাব বিশ্বকাপ। ব্যক্তিগত অর্জনে আছে ২০১৮ সালের ব্যালন ডি’অর। সে বছর রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে সাহায্য করেন তিনি এবং ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো নিয়ে যান বিশ্বকাপের ফাইনালে। তবে তার দলকে সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়ে। - মার্কা / দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়