শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে সংক্রমিত হয়ে রোগী দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে: বিশেষজ্ঞ মত

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার বিবিসি বাংলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ বিভাগের কনসালটেন্ট সাজ্জাদ হোসেন বলেন, এখন রোগী দ্রুত কোভিডে সংক্রমিত হচ্ছেন কিন্তু হাসপাতালে আসতে দেরি হচ্ছে। আবার হাসপাতালে এসেও অনেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে বিলম্ব করছেন।

[৩] তিনি বলেন, আফ্রিকান ভ্যারিয়েন্টে আক্রান্তদের ফুসফুস দ্রুত সংক্রমিত হচ্ছে। ফলে খুব দ্রুত ড্যামেজ হচ্ছে। ফুসফুস ফুটবলের মতো হয়ে যায়। এখন যতো রোগী আসছে প্রায় সবার একই অবস্থা। তবে আমরা সবদিক দিয়ে চেষ্টা করছি। অনেকে আবার দ্রুত লাইফ সাপোর্ট সুবিধা নিতে রাজী হয় না।

[৪] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাওসার আফসানা বলেন, সেকেন্ড ওয়েভ শুরুর আগে দু’মাস মানুষ যেমন গুরুত্ব দেয়নি। তেমনি কর্তৃপক্ষের দিক থেকেও সেকেন্ড ওয়েভে যথাযথ প্রস্তুতি নেয়া হয়নি। ফলে সংক্রমণ বেড়ে গেছে।

[৫] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক আহমেদ বলেন, বছরের শুরুতে চরম অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম দিকে গুরুত্ব দিলে গুরুতর অবস্থায় যাওয়ার আগেই প্রাথমিক চিকিৎসা দেয়া যেত। তাহলে এ অবস্থা হতো না।

[৬] তিনি বলেন, যথাযত চিকিৎসা না পাওয়ায় জেলা ও উপজেলা থেকেও মানুষ ঢাকায় আসছেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়