শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে সংক্রমিত হয়ে রোগী দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে: বিশেষজ্ঞ মত

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার বিবিসি বাংলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ বিভাগের কনসালটেন্ট সাজ্জাদ হোসেন বলেন, এখন রোগী দ্রুত কোভিডে সংক্রমিত হচ্ছেন কিন্তু হাসপাতালে আসতে দেরি হচ্ছে। আবার হাসপাতালে এসেও অনেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে বিলম্ব করছেন।

[৩] তিনি বলেন, আফ্রিকান ভ্যারিয়েন্টে আক্রান্তদের ফুসফুস দ্রুত সংক্রমিত হচ্ছে। ফলে খুব দ্রুত ড্যামেজ হচ্ছে। ফুসফুস ফুটবলের মতো হয়ে যায়। এখন যতো রোগী আসছে প্রায় সবার একই অবস্থা। তবে আমরা সবদিক দিয়ে চেষ্টা করছি। অনেকে আবার দ্রুত লাইফ সাপোর্ট সুবিধা নিতে রাজী হয় না।

[৪] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাওসার আফসানা বলেন, সেকেন্ড ওয়েভ শুরুর আগে দু’মাস মানুষ যেমন গুরুত্ব দেয়নি। তেমনি কর্তৃপক্ষের দিক থেকেও সেকেন্ড ওয়েভে যথাযথ প্রস্তুতি নেয়া হয়নি। ফলে সংক্রমণ বেড়ে গেছে।

[৫] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক আহমেদ বলেন, বছরের শুরুতে চরম অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম দিকে গুরুত্ব দিলে গুরুতর অবস্থায় যাওয়ার আগেই প্রাথমিক চিকিৎসা দেয়া যেত। তাহলে এ অবস্থা হতো না।

[৬] তিনি বলেন, যথাযত চিকিৎসা না পাওয়ায় জেলা ও উপজেলা থেকেও মানুষ ঢাকায় আসছেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়