নেয়ামূল হক:[২] মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জামালদি নামক এলাকা হতে ভবেরচর হাইওয়ে পুলিশ আজ সকালে এক যুবকের লাশ উদ্ধার করে।
[৩] আজ শুক্রবার সকালে হাইওয়ে পুলিশ টেলিফোন পেয়ে ওই এলাকা হতে লাশটি উদ্ধার করে।নিহতের নাম খোরশেদ সরকার (৪৫) চাঁদপুর জেলার মতলব উপজেলায় তার বাড়ি বলে জানা গেছে।
[৪] এ ব্যাপারে গজারিয়া থানার হাইওয়ে পুলিশ ইনচার্জ সালাউদ্দিন আমাদের সময় ,কম কে জানান রাতের কোনো এক সময় ঢাকামুখী গাড়ি চাপা দিয়ে চলে যায়।তবে গাড়িটির শনাক্তের চেষ্টা চলছে।সম্পাদনা:অনন্যা আফরিন