শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিস মরিসের ব্যাটে আইপিএলে মুস্তাফিজদের প্রথম জয়

রাহুল রাজ : আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। চলতি আসরের নিলামে তাকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। আসরের প্রথম ম্যাচে নিজের নাম ও দামের প্রতি সুবিচার করতে পারেননি এ ৩৩ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। তবে দ্বিতীয় ম্যাচেই বুঝিয়ে দিলেন, কেনো তাকে এত দাম দিয়ে দলে ভিড়িয়েছে রাজস্থান। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে মুস্তাফিজুর রহমানের দল। ৩ উইকেটের যে জয় কেবল রাজস্থানেরই নয়, জয় বাংলাদেশের মোস্তাফিজুর রহমানেরও!

বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লির দেয়া ১৪৮ রানের লক্ষ্য টপকে যায় রাজস্থান।

মুম্বাইয়ের এই মাঠে জস বাটলার ২, মানান ভোরা ৯, সঞ্জু স্যামসন ৪, শিবাম ডুবে ২ ও রায়ান পরাগ ২ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে রাহুল তেওয়াটিয়াকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন ডেভিড মিলার। দলীয় ৯০ রানে ১৭ বলে ১৯ রান করে বিদায় নেন তেওয়াটিয়া। অন্যদিকে ৪৩ বলে ৬২ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন প্রোটিয়া হার্ডহিটার মিলার।

শেষ দিকে ক্রিস মরিস ও জয়দেব উনাদকটের ৪৬ রানের অপরাজিত জুটিতে জয় তুলে নেয় রাজস্থান। দুই বল বাকি থাকতে ৭ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে রয়্যালসরা।

১৮ বলে ৩৬ রান করেন দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার মরিস। ৭ বলে ১১ রান তুলেন উনাদকট।

দিল্লির হয়ে তিনটি উইকেট তুলেন আবেশ খান। দুটি করে উইকেট আদায় করেন ক্রিস ওকস ও কাগিসো রাবাদা।

এর আগে ঋষভ পন্থের ৩২ বলে ৫১ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ করে দিল্লি।

দুর্দান্ত বল করেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৯ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন কাটার মাস্টার খ্যাত এই তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়