শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জে আ’লীগের প্রধান কার্যালয়ে কোরআন শিক্ষা ফ্রি

ফিরোজ আহম্মেদ: [২] রমজান সমস্ত মুসলিম বিশে^র জন্য রহমত সরুপ। প্রত্যেক ধর্মপ্রাম মুসলমান রমজানে যত বেশী সম্ভব ইবাদত করেন। রমজান মাসের সাথে কোরআন মাজিদের সম্পর্ক অটুট। সেই চিন্তা থেকেই স্বাস্থ্য বিধি মেনেই ঝিনাইদহ-৪ আসনের সংসদ ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনারের নির্দেশনায় রমজান মাসে আ’লীগের দলীয় কার্যালয়ে ফ্রি কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে।

[৩] কালীগঞ্জ পৌর মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠিক সম্পাদক আশরাফুল আলম আশরাফের ব্যাবস্থাপনায় রমজানের প্রথম দিন থেকে এই কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে।

[৪] পৌর মেয়র আশরাফ জানান, করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান দলীয় কার্যালয়ের ২য় তলায় কোরআন শিক্ষা ও সঠিক ভাবে নামাজ পড়া শিক্ষা দেওয়া হচ্ছে। এমপি আনার মহোদয়ের নির্দেশে এখানে শিক্ষা নিচ্ছেন আ,লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ সাধারন মানুষ।

[৫] প্রায় অর্ধ শতাধিক ব্যাক্তিকে দুই শিফটে শিক্ষা প্রদান চলছে। প্রতিদিন যোহর নামাজের পর থেকে আসর নামাজ পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হয়। এছাড়াও প্রতিদিন একই স্থানে তারাবির নামাজ পড়ানো হয়। এজন্য হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হুসাইন নামে শিক্ষককে মৌখিক ভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

[৬] আ’লীগের দলীয় কার্যালয়ে কোরআন পাঠ ও সঠিক ভাবে নামাজ শিক্ষা ছাড়াও তারাবির নামাজের সার্বিক বিষয় পরিচালনা করছেন এমপি আনোয়ারুর আজীম আনার এর একান্ত সচিব এমএ আব্দুর রউফ। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়