শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুয়াড়ি আগারওয়ালকে সাকিবের ফোন নম্বর দিয়েছেলেন হিথ স্ট্রিক !

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে জিম্বাবুয়ের হিথ স্ট্রিককে ৮ বছরের জন্য বহিষ্কার করে আইসিসি যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে দেখা যায় ২০১৭ সালে ‘মি. এক্স’ নাম দিয়ে হিথ স্ট্রিক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যাসেজ আদান প্রদান করেন বাজিকর দীপক আগারওয়ালের সঙ্গে।

[৩] এসময় হিথকে বেশ কয়েকটি লোভনীয় অফার দেন আগারওয়াল। ছিল জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি লিগ আয়োজন করে অর্থ আয়ের প্রস্তাবও। এসময় দীপক হিথকে পরিষ্কার বলে দেন, তিনি একজন জুয়াড়ি। তাতেও যোগাযোগ বন্ধ করেননি এই কিংবদন্তি ক্রিকেটার। এরপর হিথের বিদেশি ব্যাংক একাউন্ট নম্বরও চেয়ে নেন।

[৪] লম্বা সময় ধরে, প্রায় ১৫ মাসের মতো যোগাযোগ চলে দুই জনের। আইসিসি জানায়, দুই জনের যোগাযোগ নিয়ে হিথকে জিজ্ঞাসাবাদ করার পর তারা আর যোগাযোগ করেনি একে অপরের সঙ্গে। আইসিসি আরও জানায়, যোগাযোগ চলাকালীন হিথ স্ট্রিক ছিলেন জিম্বাবুয়ে, আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দলের কোচ। এ সময় বিপিএলের ২০১৭ আসরে একটি দলের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করেন আগারওয়ালের সঙ্গে।

[৫] একই সঙ্গে আগারওয়াল হিথ স্ট্রিককে বলেন, দলের মালিক, অধিনায়ক ও ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। আর এটাই হবে আগারওয়ালের ম্যাচ পাতানোর সবচেয়ে মাধ্যম। সেই অর্থ আবার হিথ স্ট্রিককে দেবেন জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি লিগ আয়োজনে। এতে করে দুইজনেই মোটা অংকের অর্থ কামাবেন।

[৬] বিপিএল শেষ হবার পর ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজন হয় ত্রিদেশীয় সিরিজ। ঠিক তখনই দলের তথ্য চেয়ে সাকিব আল হাসানকে মেসেজ দেয় আগারওয়াল। এখানেই শেষ নয়, ওই বছর ২৬ এপ্রিল সাকিব আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা কালীন সময়েও দলের তথ্য চেয়ে মেসেজ করেন আগারওয়াল। সেই তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আইসিসিকে না জানিয়ে গোপন করায় ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন সাকিব। - আইসিসি/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়