শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুয়াড়ি আগারওয়ালকে সাকিবের ফোন নম্বর দিয়েছেলেন হিথ স্ট্রিক !

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে জিম্বাবুয়ের হিথ স্ট্রিককে ৮ বছরের জন্য বহিষ্কার করে আইসিসি যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে দেখা যায় ২০১৭ সালে ‘মি. এক্স’ নাম দিয়ে হিথ স্ট্রিক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যাসেজ আদান প্রদান করেন বাজিকর দীপক আগারওয়ালের সঙ্গে।

[৩] এসময় হিথকে বেশ কয়েকটি লোভনীয় অফার দেন আগারওয়াল। ছিল জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি লিগ আয়োজন করে অর্থ আয়ের প্রস্তাবও। এসময় দীপক হিথকে পরিষ্কার বলে দেন, তিনি একজন জুয়াড়ি। তাতেও যোগাযোগ বন্ধ করেননি এই কিংবদন্তি ক্রিকেটার। এরপর হিথের বিদেশি ব্যাংক একাউন্ট নম্বরও চেয়ে নেন।

[৪] লম্বা সময় ধরে, প্রায় ১৫ মাসের মতো যোগাযোগ চলে দুই জনের। আইসিসি জানায়, দুই জনের যোগাযোগ নিয়ে হিথকে জিজ্ঞাসাবাদ করার পর তারা আর যোগাযোগ করেনি একে অপরের সঙ্গে। আইসিসি আরও জানায়, যোগাযোগ চলাকালীন হিথ স্ট্রিক ছিলেন জিম্বাবুয়ে, আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দলের কোচ। এ সময় বিপিএলের ২০১৭ আসরে একটি দলের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করেন আগারওয়ালের সঙ্গে।

[৫] একই সঙ্গে আগারওয়াল হিথ স্ট্রিককে বলেন, দলের মালিক, অধিনায়ক ও ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। আর এটাই হবে আগারওয়ালের ম্যাচ পাতানোর সবচেয়ে মাধ্যম। সেই অর্থ আবার হিথ স্ট্রিককে দেবেন জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি লিগ আয়োজনে। এতে করে দুইজনেই মোটা অংকের অর্থ কামাবেন।

[৬] বিপিএল শেষ হবার পর ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজন হয় ত্রিদেশীয় সিরিজ। ঠিক তখনই দলের তথ্য চেয়ে সাকিব আল হাসানকে মেসেজ দেয় আগারওয়াল। এখানেই শেষ নয়, ওই বছর ২৬ এপ্রিল সাকিব আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা কালীন সময়েও দলের তথ্য চেয়ে মেসেজ করেন আগারওয়াল। সেই তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আইসিসিকে না জানিয়ে গোপন করায় ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েন সাকিব। - আইসিসি/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়