বাশার নূরু: [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর খসরুকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
[৩] বুধবার বিকেলে আবদুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মহিন জানান, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় হাইকোর্টে তার প্রথম জানাজা হবে। তারপর তার লাশ কুমিল্লা নেওয়া হবে। বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে বাদ জোহর দ্বিতীয় জানাজা এবং তার নিজ গ্রাম মিরপুরে বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।