সুজন কৈরী: [২] রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিলসহ ১১ জনকে আটক করেছে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন। মঙ্গলবার বিভিন্ন সময় রাজধানীর আদাবর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ পিস ইয়াবা এবং ৯৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাবের ২, ৪ ও ১০ নম্বর ব্যাটালিয়ন। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত ট্রাক ও প্রাইভেটকার। এছাড়া মাদক বিক্রির ১ লাখ ২৪ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
[৩] র্যাব-২ জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের একটি চক্র সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান নিয়ে গাবতলী বেড়িবাধ রোড হয়ে আদাবর থানা এলাকায় আসার তথ্যে আদাবরের আক্কাস নগর এলাকায় চেকপোষ্ট বসায় ব্যাটালিয়নের একটি দল। এ সময় একটি ট্রাক থামিয়ে আন্তঃজেলা মাদক কারবারী চক্রের দুই সদস্য আজিম (৩৩) ও আল আমিনকে (২৮) আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে ট্রাক চালকের সিটের পিছনে ২টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া র্যাব-২ এর অন্য একটি মোহাম্মদপুরের টাউনহল এলাকায় চেকপোষ্ট স্থাপন করে সন্দেহজনক প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করতে থাকে। এক পর্যায়ে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। তারা হলেন- সাগর (৩২) ও রিমু আক্তার (২২)। পরে তাদের দেওয়া তথ্যে প্রাইভেটকারের পিছনের সিটের নিচে তেলের ট্যাংকের ভিতরে বিশেষভাবে লুকায়িত ১৯৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
[৪] র্যাব-৪ জানিয়েছে, মঙ্গলবার রাতে আশুলিয়ার নবীনগর ও কুমকুমারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ২০০পিস ইয়াবা উদ্ধার করেছে ব্যাটালিয়নটি। এ সময় সেলিম মাতবর (২৫), সাকিম হোসাইন (৩৫), রানা মিয়া ওরফে গোলাম রাব্বানী (২৯), আমিরুল ইসলাম সাগর (২৭), শাকিল সরকার (১৮) ও ফাহিম মুন্সি (২৩) নামের ৬জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রিত নগদ ১ লাখ ১৯ হাজার ৩২৮ টাকা এবং ৬টি মোবাইল জব্দ করা হয়েছে।
[৫] এদিকে র্যাব-১০ জানিয়েছে, ব্যাটালিয়নের একটি দল মঙ্গলবকার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৯০ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে। এ সময় মাদক ছাড়াও তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোনসেট ও নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়েছে।