শিরোনাম
◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে একদিনে ১ লাখ ৮৪ হাজার করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১,০২৭

জেরিন আহমেদ: [২] ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভয়ংকর হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। ক্রমশই জটিল আকার নিচ্ছে করোনা চিত্র। বুধবার সকালে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও এক লাখ ৮৪ হাজার ৩৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ২৭ জনের।

[৩] করোনায় দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সংক্রমণের হিসেবে গত একদিনের সংখ্যাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বলে জানিয়েছে এনডিটিভি।

[৪] ভারতে সবমিলিয়ে এখন শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৮৫ জনে।

[৫] মঙ্গলবার এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে, গত ছয় মাসের মধ্যে মৃতের সংখা এটিই সর্বোচ্চ। টানা চারদিন ধরে শনাক্তও দেড় লাখের নিচে নামেনি।

[৬] এর আগের দিন সোমবার ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত এক লাখ ৬১ হাজার ৭৩৬ জনকে শনাক্ত করা হয়, যা মহামারিতে বিশ্বের যে কোনো দেশের মধ্যে এক দিনে সর্বোচ্চ ছিল। ওইদিন করোনায় মারা গেছেন আরও ৮৭৯ জন।

[৭] করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে ১৫ দিনের কারফিউ ঘোষণা করা হয়েছে। লকডাউনের পথে হাঁটা হবে কিনা তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে। এদিকে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় গোটা ভারত। মার্চ মাস থেকে মহারাষ্ট্রে অক্সিজেনের চাহিদা প্রচণ্ডভাবে বেড়েছে। সূত্র: আনন্দ বাজার, নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়