শিরোনাম
◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?   ◈ সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরফান সোলতানির প্রথম মৃত্যুদণ্ড কার্যকর কর‌ছে ইরান!

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে একদিনে ১ লাখ ৮৪ হাজার করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১,০২৭

জেরিন আহমেদ: [২] ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভয়ংকর হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। ক্রমশই জটিল আকার নিচ্ছে করোনা চিত্র। বুধবার সকালে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও এক লাখ ৮৪ হাজার ৩৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ২৭ জনের।

[৩] করোনায় দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সংক্রমণের হিসেবে গত একদিনের সংখ্যাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বলে জানিয়েছে এনডিটিভি।

[৪] ভারতে সবমিলিয়ে এখন শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৮৫ জনে।

[৫] মঙ্গলবার এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে, গত ছয় মাসের মধ্যে মৃতের সংখা এটিই সর্বোচ্চ। টানা চারদিন ধরে শনাক্তও দেড় লাখের নিচে নামেনি।

[৬] এর আগের দিন সোমবার ভারতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত এক লাখ ৬১ হাজার ৭৩৬ জনকে শনাক্ত করা হয়, যা মহামারিতে বিশ্বের যে কোনো দেশের মধ্যে এক দিনে সর্বোচ্চ ছিল। ওইদিন করোনায় মারা গেছেন আরও ৮৭৯ জন।

[৭] করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে ১৫ দিনের কারফিউ ঘোষণা করা হয়েছে। লকডাউনের পথে হাঁটা হবে কিনা তা নিয়ে এখনও চিন্তাভাবনা চলছে। এদিকে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় গোটা ভারত। মার্চ মাস থেকে মহারাষ্ট্রে অক্সিজেনের চাহিদা প্রচণ্ডভাবে বেড়েছে। সূত্র: আনন্দ বাজার, নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়