আরিফ উদ্দিন: [২] বরাবরের ন্যায় মাসিক পরিদর্শনের অংশ হিসেবে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন উপজেলা প্রশাসন, থানা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন।
[৩] মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মো. আবদুল মতিন পলাশবাড়ীতে এসে পৌঁছন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন এসময় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
[৪] পরবর্তীতে তিনি প্রথমতঃ উপজেলা প্রশাসন কার্যালয়, পলাশবাড়ী থানা পুলিশ কার্যালয় পরিদর্শনে আসেন। থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগতসহ অভ্যর্থনা জানান হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মতিউর রহমান ছাড়াও থানা পুলিশের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এরপর তিনি পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয় প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি স্ব-স্ব প্রতিষ্ঠানের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
[৫] পরিদর্শনকালে প্রতিষ্ঠান সমূহের সার্বিক কার্যক্রম অবগত হয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক এসময় জনস্বার্থে বিভাগীয় দপ্তর সমূহের সার্বিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিসহ আরো তরান্বিত করতে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। সম্পাদনা: সাদেক আলী