শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা সচিব সেজে ধোকাবাজি করে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে জানায়, মোস্তাফিজুর রহমান বয়স ২৮ বছর, চলাফেরায় অত্যন্ত অভিজাত। সঙ্গে রাখতেন দামি মডেলের গাড়ি ও একাধিক পিএস। নিজেকে পরিচয় দিতো শিক্ষা সচিব হিসেবে। সাধারণ মানুষকে ধোকা দিয়ে চাকরির কথা বলে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন ইতোমধ্যে। আজ গোয়েন্দাদের জালে ধরা পড়েছে এই চক্রের হোতা।

[৩] অভিযোগকারি শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন জানায়, কৌশলে মন্ত্রী এমপিদের সঙ্গে ছবি তুলে তা সাধারণ মানুষকে দেখাতো। কিছুদিন পর এলাকার বেকার যুবকদের চাকরির প্রস্তাব দেয় সে। এরমধ্যে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। চাকরি দেয়ার জন্য বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করে আমি তাকে কুরিয়ারে ৯০ লাখ টাকা পাঠাই এরপর থেকেই সে লাপাত্তা।

[৪] তিনি বলেন, ‘আমি একজন শিক্ষক । যাদের চাকরি দিবো বলে টাকা এনেছি, তারা বলছে চাকরি লাগবে না টাকা ফেরত দেন। আমার তো একটা সামাজিক মর্যাদা আছে’।

[৫] পুলিশ জানায়, এই চক্রটি গত কয়েক বছরে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

[৬] ডিএমপি’র সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহতারিম বলেন, বিমানবন্দরে থার্ড টার্মিনালে শ্রমিক নিয়োগের নামেও অনেকের সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তাদের বিরুদ্ধে আগেও প্রতারণার জন্য কয়েকটি মামলা রয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়