শিরোনাম
◈ তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন ◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা সচিব সেজে ধোকাবাজি করে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার ডিবিসি টিভির এক প্রতিবেদনে জানায়, মোস্তাফিজুর রহমান বয়স ২৮ বছর, চলাফেরায় অত্যন্ত অভিজাত। সঙ্গে রাখতেন দামি মডেলের গাড়ি ও একাধিক পিএস। নিজেকে পরিচয় দিতো শিক্ষা সচিব হিসেবে। সাধারণ মানুষকে ধোকা দিয়ে চাকরির কথা বলে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন ইতোমধ্যে। আজ গোয়েন্দাদের জালে ধরা পড়েছে এই চক্রের হোতা।

[৩] অভিযোগকারি শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন জানায়, কৌশলে মন্ত্রী এমপিদের সঙ্গে ছবি তুলে তা সাধারণ মানুষকে দেখাতো। কিছুদিন পর এলাকার বেকার যুবকদের চাকরির প্রস্তাব দেয় সে। এরমধ্যে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। চাকরি দেয়ার জন্য বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করে আমি তাকে কুরিয়ারে ৯০ লাখ টাকা পাঠাই এরপর থেকেই সে লাপাত্তা।

[৪] তিনি বলেন, ‘আমি একজন শিক্ষক । যাদের চাকরি দিবো বলে টাকা এনেছি, তারা বলছে চাকরি লাগবে না টাকা ফেরত দেন। আমার তো একটা সামাজিক মর্যাদা আছে’।

[৫] পুলিশ জানায়, এই চক্রটি গত কয়েক বছরে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

[৬] ডিএমপি’র সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহতারিম বলেন, বিমানবন্দরে থার্ড টার্মিনালে শ্রমিক নিয়োগের নামেও অনেকের সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তাদের বিরুদ্ধে আগেও প্রতারণার জন্য কয়েকটি মামলা রয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়