বিপ্লব বিশ্বাস: [৩]পিরোজপুরের ইন্দুরকানীতে বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে ভ্রাম্যমান আদালতে তিন জনকে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে, কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, শুনীল বেপারীকে ৭ দিন ও শুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন৷
[৪]আজ দুপূরে পিরোজপুর জেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা৷ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ রায় প্রদান করেন ৷
]৫] ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, দন্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
[৬]উল্লেখ্য, ইন্দুরকানী থানার পত্তাসি ইউনিয়নে দুই শতাধিক বাবুই পাখির ছানা পুড়িয়ে মেরে ফেলে কতিপয় কৃষক ৷ এ সময় তারা শতাধিক বাবুই পাখির বাসাও ভেঙে ফেলে ৷ ধান খেতে পারে এমন সম্ভাবনায় তাদের নির্মম ভাবে হত্যা করা হয় ৷ পরে এ খবরটি বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ পরবর্তীতে প্রশাসনের নজরে এলে তারা এ পদক্ষেপ নেন।৷