যশোর প্রতিনিধি: [২] উপশহর ফাঁড়ি পুলিশ মাদক অভিযানে নেমে বোমা ও চাকুসহ সুমন কাজী (২৪) নামে এক যুবককে আটক করেছে। সে মাগুরার শালিখা উপজেলার বয়রা বটতলা গ্রামের মোন্তাজ কাজীর ছেলে।
[৩] উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল মালেক জানিয়েছেন, গত রোববার রাত ৮টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বিরামপুর গোয়ালঘাট গ্রামের তোফায়ের মিয়ার মেহগুনি বাহারের মধ্যে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
[৪] এ সময় সুমন কাজীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে মাদকের বদলে দুইটি বোমা ও একটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।