শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭০ থেকে ৯০ শতাংশ সংক্রমণ প্রতিরোধ করতে পারে কোভিড টিকা

লিহান লিমা: [২] অক্সফোর্ডের টিকায় রক্তজমাটের আশঙ্কা, দক্ষিণ আফ্রিকান ধরনের বিরুদ্ধে অকার্যকর ফাইজারের টিকা, চীনের সিনোভ্যাকের কার্যকারীতাও সীমিত

[৩] এ পর্যন্ত বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশ টিকার আওতায় এসেছেন। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ সাতটি অনুমোদিত টিকার প্রয়োগ করেছে। তবে বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, এই টিকাগুলো করোনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়া ৭০-৯০ শতাংশ পর্যন্ত প্রতিরোধ করতে পারলেও সংক্রমণ থেকে কোনো টিকাই শতভাগ সুরক্ষা দিতে পারছে না। ডব্লিউএইচও.ওয়েব

[৪]অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় কিছু কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধা ও রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ার ঘটনা ঘটেছে। ইউরোপিয় মেডিসিন এজেন্সি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চয়তা দিলেও ৩০ বছরের কম বয়সীদের এই টিকা না দেয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ। ব্লুমবার্গ

[৫]হংকং অ্যাস্ট্রাজেনেকার পূর্ব-অর্ডার বাতিল করে বায়োএনটেক এসই ও সিনোভ্যাক বায়োটেকের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়া সাময়িক নিষেধাজ্ঞার পর এই সংস্থার টিকাদান পুনরায় শুরু করলেও শুধুমাত্র ৩০ থেকে ৬০ বছর বয়সীদের এই টিকা নেয়ার অনুমোদন দিয়েছে।

[৬]বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনার দক্ষিণ আফ্রিকান ধরনের বিরুদ্ধে অক্সফোর্ডের টিকার কার্যকারীতা সীমিত বলে দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকার নতুন গবেষণায় বলেছে, এই ধরনে সৃষ্ট মৃদু ও মাঝারি সংক্রমণের বিরুদ্ধেও এই টিকা সীমিত সুরক্ষা দেয়। ফলে জনগণকে এই সংস্থার টিকা না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৭]ইসরায়েলের এক গবেষণায় দেখা গিয়েছে, ফাইজার-বায়োএনটেকের টিকাও দক্ষিণ আফ্রিকার ধরনে অকার্যকর। গবেষকরা বলেন, আফ্রিকান ধরনটি ফাইজারের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাঙতে সক্ষম। পরীক্ষায় অংশ নেয়া ৮’শ জনই টিকার দুই ডোজ নেয়ার পরও এই ধরনটিতে সংক্রমিত হয়েছেন।

[৮]শনিবার চীন জানিয়েছে, তাদের সিনোভ্যাক টিকা করোনা থেকে মাত্র ৫০ভাগ সুরক্ষা দেয়। এ প্রেক্ষিতে এই টিকার সঙ্গে বাজারে প্রচলিত অন্য টিকা মিশিয়ে কার্যকারীতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

[৯] বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ভারতের সেরামের টিকা দেয়া হচ্ছে। এছাড়া চীনের সিনোভ্যাক ও রাশিয়ার স্পুটনিক-ভি কিনতে চেষ্টা করছে সরকার।

[১০] তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকা গ্রহণ না করার চাইতে যে কোনো সংস্থার টিকা গ্রহণ করার সুপারিশ করেছেন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়