ডেস্ক রিপোর্ট : নিউ ইয়র্ক থেকে চুরি যাওয়া হুমায়ূন আহমেদের আঁকা ছবির প্রদর্শন কুমিল্লায়। হতবাক পরিবার!!! চুরির উপর বাটপাড়ির নাম শুনেছেন? প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ যখন চিকিৎসারত অবস্থায় ছবিগুলো আঁকেন, সে ছবিগুলো প্রদর্শনী থেকে একটি ছবি চুরি হয়ে যায়। চুরির বিষয়ে নিউইয়র্ক পুলিশে একটি অভিযোগ দায়েরও করা হয়েছিল। সে ছবি কুমিল্লায় গেল কিভাবে? শোনেন, মিথ্যা কি কি ও কয় প্রকার!
ধন্যবাদ Meher Afroz Shaon মানুষকে জানানোর জন্য! গত শুক্রবার (৯ এপ্রিল) শাওন তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি লিখেন, প্রদর্শনীর জন্য ছবি নিলেন, বছর পার করে ফেরত দেবার সময় ছবির সংখ্যা নিয়ে মিথ্যা বললেন! একটি ছবি চুরির কথিত নাটকও সাজালেন!!
আজ তার প্রায় ৯ বছর পর ঐ ব্যক্তির তৎকালীন স্ত্রী’র বর্তমান জীবনসঙ্গী আয়োজিত প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে সে—ই চুরি যাওয়া ছবিটি!!! কেমনে কি!!!!!