রিয়াদ ইসলাম : [২] ঈশ্বরদীর পদ্মা নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সাঁড়া ইউনিয়নের গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
[৩] মারা যাওয়া ওই শিশুর নাম রাব্বি (৮)। সে একই এলাকার আজিবার মোল্লার ছেলে।
[৪] শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশেই খেলছিল রাব্বি। পরে হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পদ্মা নদীর পানিতে তাঁকে ভেসে উঠতে দেখে যায়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৫] বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির দাফন করতে স্বজনদের বলা হয়েছে। তবে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হবে। সম্পাদনা: সাদেক আলী