শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দেয়ায় ডাক্তারদের ওপর ক্ষেপেছে মিয়ানমার জান্তা

লিহান লিমা: [২] অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় আহত নাগরিকদের চিকিৎসা দেয়ায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু বানিয়েছে মিয়ানমার জান্তা সরকার। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা বলছেন, সেনাবাহিনী তাদের ফাঁদে ফেলার ছক কষেছে। গার্ডিয়ান

[৩] সম্প্রতি এক বিক্ষোভে এক নারী ও তার স্বামীকে নিরাপত্তা বাহিনী গুলি করলে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা দেয়ার জন্য সেখানে যাওয়ার প্রস্তুতি নেন। এই সময় স্থানীয় কয়েকজন তাদের জানান, কিছু সেনা সদস্য ওৎ পেঁতে রয়েছে। ওই ডাক্তাররা পরে প্রায় ১ ঘণ্টা লুকিয়ে সেনাবাহিনী চলে যাওয়ার জন্য অপেক্ষা করেন। এক উদ্ধারকর্মী দ্য গার্ডিয়ানকে বলেন, ‘যদি আমরা তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে চিকিৎসা দিতে পারতাম তবে ওই নারী বেঁচে যেতেন।’

[৪] দ্য অবজারভারকে মিয়ানমারের কয়েকজন ডাক্তার বলেন, সেনাবাহিনী আমাদের নিয়মিত হয়রানি করছে। সংঘর্ষের সময় আহতদের যাতে চিকিৎসা দিতে না পারি সেজন্য সরাসরি আমাদের বাধা দিচ্ছে। সেনাবাহিনী অ্যাম্বুলেন্সেও গুলি জানিয়েছে। হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে অভিযান চালিয়েছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালনের সময় নিরাপত্তা বাহিনীর হামলার শিকার হয়েছেন।

[৫] সরকারি ডাক্তারদের তালিকা করে তাদের ওপর নজরদারী করা হচ্ছে। যারা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছেন তাদের কঠোর শাস্তি পেতে হচ্ছে। রাতের শিফটে কাজ করার সময় কয়েকজন ডাক্তারকে মেডিক্যাল সেন্টার থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইয়াঙ্গুনের এক ডাক্তার বলেন, ‘যদি আপনাকে আজ আটক করা হয় তবে কাল আপনার নির্যাতিত দেহ ফিরে আসবে। এটাই এখন স্বাভাবিক।’

[৬] গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে ৪৩জন শিশুসহ ৭০২জন প্রাণ হারিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়