আসিফুজ্জামান পৃথিল: [২] বেলফাস্টে টানা ১২ দিন ধরে বিক্ষোভ ও বিশৃঙ্খলা চলছে। শনিবার পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমাও ছোড়া হয়। এখন পর্যন্ত এই বিক্ষোভে ৮৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। বিবিসি
[৩] এই বিক্ষোভের ব্যাপারে হুশিয়ার করেছেন উত্তর আয়ারল্যান্ডের টাওইসেচ (প্রধানমন্ত্রী) মাইকেল মার্টিন। গুড ফ্রাইডে চুক্তির ২৩তম বার্ষিকি উপলক্ষ্যে দেওয়া বিবৃতিতে তিনি সব রাজনীতিবীদকে সামনে এগিয়ে আসার আহ্বান জানান। দ্য গার্ডিয়ান
[৪] মার্টিন বলেন, নতুন প্রজন্ম জানে না, সহিংসতা কতোটা ভয়ানক হতে পারে। আগের প্রজন্মের আইরিশরা তা জানে। তরুণদের সেই সহিংসতার ভয়াবহ গল্পগুলো জানানো জরুরি।