শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৩:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে একদিনে করোনা শনাক্ত দেড় লাখের বেশি, ১০ কোটির বেশি ভ্যাকসিনেশন সম্পন্ন

সুমাইয়া ঐশী: [২] দিল্লিতে করোনার চতুর্থ ঢেউ শুরু।

[৩] রোববার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। একদিনে করোনা শনাক্তের দিক থেকে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে ভারত। প্রতিদিনই হচ্ছে নতুন নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন। এনডিটিভি

[৪] একদিনে শনাক্তের এই সংখ্যা শনিবারের তুলনায় ৭ হাজার ৪৯৫ জন বেশি। এদিকে, রোববার মৃতের সংখ্যাও ৮০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়। একদিনে মারা গেছে ৮৩৯ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মারা গেছেন ৩০৯ জন, ছত্তীসগড়ে ১২৩ জন, পাঞ্জাবে ৫৮ জন, ৪৯ জন গুজরাতে, উত্তরপ্রদেশে ৪৬ জন এবং দিল্লিতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আনন্দবাজার

[৫] এদিকে, ১০ কোটি ১৫ লাখ ডোজ ভ্যাকসিনেশন সম্পন্ন করেছে ভারত। মাত্র ৮৫ দিনেই এই পরিমাণ টিকা প্রদান করে বিশ্বের দ্রুততম সময়ে টিকা প্রদানকারী দেশের তকমা পেয়েছে ভারত। এর আগে যুক্তরাষ্ট্র ৮৯ দিনে এবং চীন ১০২ দিনে টিকা দানের এই লক্ষমাত্রা অর্জন করে। বিবিসি

[৬] এদিকে, দিল্লিতে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে বয়সের নির্দেশনা তুলে নিতেও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন তিনি। জানালেন, চতুর্থ এই ঢেউ আগের চেয়েও বেশি মারাত্মক। দ্য হিন্দুস্তান টাইমস সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়