রিপন মিয়া:[২] নেত্রকোনার কলমাকান্দায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তার চেক পেয়েছেন নেত্রকোণার কলমাকান্দার ২২ জন।
[৩] রবিবার (১১ এপ্রিল) কলমাকান্দা বঙ্গবন্ধু পাঠাগারে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার সংশ্লিষ্টদের হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ শাখা থেকে প্রদত্ত এই চেক তুলে দেন।
[৪] এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস উপস্থিত ছিলেন।
[৫] উল্লেখ্য, ক্যান্সার, হাড় ক্ষয়সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষেরা সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২২ জনের অনুকূলে ৮ লাখ ৩০ হাজার টাকার চেক পাঠানো হয়।সম্পাদনা:অনন্যা আফরিন