মাহবুবুর রহমান :[২] নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে জেলা কোভিড-১৯ হাসপাতালে ২ নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় দুই নারী অক্সিজেন স্বল্পতায়় ভুগছিলেন।
[৩] নিহত ওই দুই নারী হলেন সদর উপজেলার মান্নান নগরের বিউটি আক্তার (৪০) ও সেনবাগ উপজেলার রেখা বেগম (৪০)। এ দিকে হোম আইসোলেশন এ থাকা অবস্থায় সোনাইমুড়ী জাহাঙ্গীর আলাম (৬৩) নামে আরেক জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে।
[৪] এ বিষয়ে কোভিড-১৯ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নিরুপম দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত কাল শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী কোভিড হাসপাতালে ভর্তি হয়। তখন থেকে তারা আইসোলেশনে ছিলেন। একজন শনিবার রাত ১২.৪৫ ও আরেক জন ১.০০ টায় মারা যান। শ্বাসকষ্ট থাকা অবস্থায় দু'জনেরই অক্সিজেনের মাত্রাা কমে গিয়েছিল।সম্পাদনা:অনন্যা আফরিন