রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এক অভিযানে ৪৯০০ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
[৩] চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এক্সেস রোডস্থ বেপারী পাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিবি। এই সময় গ্রেপ্তারকৃত আসামি সাতকানিয়া থানার রসুলবাদ পশ্চিম কালিয়াইশ ৩ নং ওয়ার্ডের মোঃ জাকারিয়া প্রকাশ কায়ছার (২৫), পিতা- মৃত আব্দুল হামিদ, মাতা- নুরুনাহার বেগম।
[৪] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত ও সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রাশেদুল হক এর নেতৃত্বে ০৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এক্সেস রোডস্থ বেপারী পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাকারিয়া কে আটক করে
[৫] গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী