শিরোনাম
◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০১:৫৭ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাউথ আফ্রিকান ভ্যারিয়্যান্ট নিয়ন্ত্রণে সফল দেশটি, আমরাও পারব, আসুন জেনে নেই আমাদের করণীয়!

মেহেদী হাসান: [২[ যে সাউথ আফ্রিকান ভ্যারিয়্যান্ট নিয়ে আমাদের এত চিন্তা (সঠিক চিন্তা অবশ্যই), সেই সাউথ আফ্রিকা কিন্তু ঠিকই তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এবছর ৮ জানুয়ারি তাদের কোভিড শনাক্তের সংখ্যা ছিল প্রায় ২২ হাজার, সেখানে তিন মাসের ব্যবধানে ৬ এপ্রিল শনাক্তের সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৪৫৩।

[৩] সরকার তার কাজ করবে কিন্তু তাদের অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। আপনার আমার কিন্তু এত চিন্তার কিছু নেই। আমরা...

# বাইরে গেলেই মাস্ক পরতে হবে, সঠিকভাবে মাস্ক পরে থাকতে হবে।

# ভিড় এড়িয়ে চলতে হবে, অন্যদের থেকে ৩ ফিট দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে।

# বার বার সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে৷

# বাসার বয়স্ক বা অসুস্থ মানুষদের প্রতি খেয়াল রাখতে হবে (প্রয়োজনে তাদের থেকে দূরে থাকা, বিশেষ করে যদি প্রায়ই বাইরে যাওয়া হয়)।

# সিম্পটম দেখা দিলে আতঙ্কিত না হয়ে বাসায় থাকতে হবে, প্রচুর পানি ও সবজি খেতে হবে, প্রয়োজনে টেলিমেডিসিনে (৮৮০০০১১১০০০, ১৬২৬৩, ১০৬৫৫) চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।

# অক্সিজেন স্যাচুরেশন ৯২% এর নিচে নামলে বা শ্বাসকষ্ট হলে হাসপাতালে যেতে হবে।

# নিয়ম অনুসারে টিকা নিতে হবে। কারণ এই টিকা করোনার অরিজিনাল স্ট্রেইন আর ব্রিটিশ ভ্যারিয়্যান্ট দ্বারা সৃষ্ট সিরিয়াস ধরণের কোভিড থেকে শত ভাগ সুরক্ষা দেয় আর মাইল্ড কোভিড থেকে ৭৬ শতাংশ সুরক্ষা দেয়। (আপনি ভাবতে পারেন যে এই টিকা তো সাউথ আফ্রিকান ভ্যারিয়্যান্ট থেকে মাত্র ১০ শতাংশ সুরক্ষা দেয়, তাহলে এই টিকা কেন নেব? রাস্তায় যদি বাঘ, সিংহ আর নেকড়ে থাকে, আর আপনার কাছে যদি এমন একটা অস্ত্র থাকে, যেটা সিংহ আর বাঘ থেকে রক্ষা করবে, কিন্তু নেকড়ে থেকে রক্ষা করবে না, আপনি কি সেই অস্ত্র সাথে রাখবেন না!।

# ধৈর্য ধারণ করতে হবে, সাধ্যমত অন্যকে সাহায্য করতে হবে।

[৪] সাউথ আফ্রিকা যেভাবে সেকেন্ড ওয়েভকে নিয়ন্ত্রণে এনেছে, আমরাও আনবো। যদি সবাই একসাথে কাজ করি, তাহলে অবশ্যই পারব। সম্পাদনা : রাশিদ

ই-ডক্টরস প্লাটফর্ম এর লেখা অবলম্বনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়