শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০১:৫৭ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাউথ আফ্রিকান ভ্যারিয়্যান্ট নিয়ন্ত্রণে সফল দেশটি, আমরাও পারব, আসুন জেনে নেই আমাদের করণীয়!

মেহেদী হাসান: [২[ যে সাউথ আফ্রিকান ভ্যারিয়্যান্ট নিয়ে আমাদের এত চিন্তা (সঠিক চিন্তা অবশ্যই), সেই সাউথ আফ্রিকা কিন্তু ঠিকই তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এবছর ৮ জানুয়ারি তাদের কোভিড শনাক্তের সংখ্যা ছিল প্রায় ২২ হাজার, সেখানে তিন মাসের ব্যবধানে ৬ এপ্রিল শনাক্তের সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৪৫৩।

[৩] সরকার তার কাজ করবে কিন্তু তাদের অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। আপনার আমার কিন্তু এত চিন্তার কিছু নেই। আমরা...

# বাইরে গেলেই মাস্ক পরতে হবে, সঠিকভাবে মাস্ক পরে থাকতে হবে।

# ভিড় এড়িয়ে চলতে হবে, অন্যদের থেকে ৩ ফিট দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে।

# বার বার সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে৷

# বাসার বয়স্ক বা অসুস্থ মানুষদের প্রতি খেয়াল রাখতে হবে (প্রয়োজনে তাদের থেকে দূরে থাকা, বিশেষ করে যদি প্রায়ই বাইরে যাওয়া হয়)।

# সিম্পটম দেখা দিলে আতঙ্কিত না হয়ে বাসায় থাকতে হবে, প্রচুর পানি ও সবজি খেতে হবে, প্রয়োজনে টেলিমেডিসিনে (৮৮০০০১১১০০০, ১৬২৬৩, ১০৬৫৫) চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।

# অক্সিজেন স্যাচুরেশন ৯২% এর নিচে নামলে বা শ্বাসকষ্ট হলে হাসপাতালে যেতে হবে।

# নিয়ম অনুসারে টিকা নিতে হবে। কারণ এই টিকা করোনার অরিজিনাল স্ট্রেইন আর ব্রিটিশ ভ্যারিয়্যান্ট দ্বারা সৃষ্ট সিরিয়াস ধরণের কোভিড থেকে শত ভাগ সুরক্ষা দেয় আর মাইল্ড কোভিড থেকে ৭৬ শতাংশ সুরক্ষা দেয়। (আপনি ভাবতে পারেন যে এই টিকা তো সাউথ আফ্রিকান ভ্যারিয়্যান্ট থেকে মাত্র ১০ শতাংশ সুরক্ষা দেয়, তাহলে এই টিকা কেন নেব? রাস্তায় যদি বাঘ, সিংহ আর নেকড়ে থাকে, আর আপনার কাছে যদি এমন একটা অস্ত্র থাকে, যেটা সিংহ আর বাঘ থেকে রক্ষা করবে, কিন্তু নেকড়ে থেকে রক্ষা করবে না, আপনি কি সেই অস্ত্র সাথে রাখবেন না!।

# ধৈর্য ধারণ করতে হবে, সাধ্যমত অন্যকে সাহায্য করতে হবে।

[৪] সাউথ আফ্রিকা যেভাবে সেকেন্ড ওয়েভকে নিয়ন্ত্রণে এনেছে, আমরাও আনবো। যদি সবাই একসাথে কাজ করি, তাহলে অবশ্যই পারব। সম্পাদনা : রাশিদ

ই-ডক্টরস প্লাটফর্ম এর লেখা অবলম্বনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়