সালেহ্ বিপ্লব: [২] সাউথ ক্যারোলিনা কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিপ অ্যাডামস সেখানকার বিখ্যাত চিকিৎসক রবার্ট লেসলির বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলী চালান। ঘটনাস্থলেই মারা যান ৭০ বছর বয়সী ডাক্তার, তার স্ত্রী বারবারা লেসলি (৬৯), নাতিিএডাহ লেসলি (৯) ও নোয়া লেসলি (৫)। নিহত পঞ্চম ব্যক্তি জেমস লুইস (৩৮) ওই বাড়িতে কাজ করতেন। এপি
[৩] গুলীতে মারাত্মক আহত আরেক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। সিবিএস
[৪] ইয়র্ক কাউন্টির শেরিফ কেলভিন টলসন সংবাদ সম্মেলনে জানান, অ্যাডাম কেনো ঘটনাটি ঘটালেন, তা এখনো জানতে পারা যায়নি। ইএসপিএন