শিরোনাম
◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ১২:৩৪ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর রাজী: সীমিত পরিসরে কেউ গর্ভবতী হন না, সীমিত পরিসরে কেউ সত্যগোপনকারীও হতে পারেন না

আর রাজী: আজ মামুনুল হকের সাহেবের "সীমিত পরিসরে সত্য গোপন করার" পক্ষে যুক্তি শুনলাম। উনার যে কোনটা সত্য, আর কোনটা "সীমিত পরিসরে গোপন করা সত্য" সে বিচার নিশ্চয়ই দেশের মানুষ করবেন। কিন্তু সাধারাণ বিবেচনায়, চলতি ঘটনায় মামুনুল হকের কয়েকটি স্পষ্ট অপরাধ জনমনাসে ক্ষমার অযোগ্য হয়ে রইবে।
মামুনুল হক সাহেবের নিরঙ্কুশ অপরাধ কোথায়?

প্রথমত: হক সাহেব রিসোর্টের কার্ড রেজিস্টারে তার সঙ্গীয় নারীর যে নাম লিখেছেন তা তার সঙ্গীর প্রকৃত নাম ছিল না। এই 'গোপনীয়তা' চর্চা যে কোনো বিবেচনায় অপরাধ।

দ্বিতীয়ত: তিনি তার নারী সঙ্গীর যে নাম ব্যবহার করেছেন তা তার প্রতিষ্ঠিত স্ত্রীর নাম। নিজের প্রতিষ্ঠিত স্ত্রীর নাম ভাড়িয়ে অন্য একজন নারীকে উনি সঙ্গে নিয়ে হোটেলে উঠেছেন। এই আচরণ এক দিকে মানসিক বিকৃতির পরিচায়ক, অন্য দিকে ভয়ানক অপরাধপ্রবণতার প্রমাণ। উনি নাম ভাড়িয়ে, বোরকা বা আবেয়া আবৃত ভিন্ন এক নারীকে হোটেল ঢুকিয়ে ভয়ানক নাশকতা করার পথ বাতলে দিয়েছেন।

তৃতীয়ত: হক সাহেব তাঁর প্রতিষ্ঠিত স্ত্রী, যিনি কোনোভাবেই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নন, তাঁকে ভয়ানক বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। তার রিসোর্টসঙ্গীর সম্ভাব্য সব রকম ভুলভ্রান্তি-অপরাধ-অপকর্ম হক সাহেব তার প্রতিষ্ঠিত স্ত্রীর নামে চালিয়ে দেওয়ার বা চালিয়ে নেওয়ার পথ তৈরি করে প্রতিষ্ঠিত স্ত্রীর সাথে বিপদজনক বিশ্বাসঘাতকতা করেছেন।
চতুর্থত: আরও ভয়ানক হচ্ছে, উনি যে সীমিত পরিসরে মিথ্যাচার করেছেন, সেই মিথ্যাচারের কথা স্পষ্ট ও সরল ভাষায় স্বীকার না করে ঘটনার পর পরই এমন এক লাইভ অনুষ্ঠান করেছিলেন যেখানে তার অত্যন্ত মর্যাদাবান খানদানের মুরুব্বিদের সামিল করেছেন এবং তার পরিবারের মুরুব্বিদের বিরাট অংশ সজ্ঞানে তাদের উপস্থিতির মাধ্যমে মামুনুল হকের "সীমিত পরিসরের সত্যগোপনকে" বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। এটি যে কোনো বিবেচনায় একটি পরিবারের সংঘবদ্ধভাবে অপকর্মের সামার্থক। হক সাহেব এবং সেদিন লাইভ অনুষ্ঠানে উনার সাথে উপস্থিত উনার খানদানের অনেকেই তাদের ভক্ত, অনুগত ও অনুরাগীদের প্রতারিত করেছেন।

রিসোর্টে মামুনুল হকের সাথে যা ঘটেছে তা ঘোরতর অন্যায়। কোনো সভ্য সমাজ ও রাষ্ট্রে এমন ঘটনা কল্পনা করা যায় না।
একইভাবে, নিজের প্রতিষ্ঠিত স্ত্রীর নামে ভিন্ন এক নারীর পরিচয় তৈরি করা এবং সেই পরিচয় ব্যবহার করা কোনোভাবেই সভ্য মানুষ সমর্থন করতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়