শিরোনাম
◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌজন্য সাক্ষাতে সেনাবাহিনী প্রধানের কাছে এক লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করেছেন ভারতীয় সেনাপ্রধান

কূটনৈতিক প্রতিবেদক: [২] সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর।

[৩] বৃহস্পতিবার সেনাসদরে তিনি সাক্ষাৎ করেন।

[৪] এসময় ভারতের সেনা প্রধান এক লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয় বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

[৫] আইএসপিআর জানায়, এ সময় তারা পারস্পরিক কুশলাদী বিনিময় ছাড়াও দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

[৬] আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা ও বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ইত্যাদি বিষয়গুলো ওপর গুরুত্বারোপ করা হয়।

[৭] বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় ভারতের প্রশংসনীয় সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ।

[৮] একইভাবে রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান।

[৯] বৃহস্পতিবার ঢাকায় এসেইে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে দুপুরে জেনারেল নারাভানে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদৎবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

[১০] এরপর সেনাকুঞ্জে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার' প্রদান করে। গার্ড অব অনার শেষে জেনারেল নারাভানে সেনাকুঞ্জে বৃক্ষরোপণ করেন।

[১১] ১১ এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠেয় ‘আর্মি চিফস কনক্লেভ’-এ অংশগ্রহণ করবেন।

[১২] মুজিবজন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযপন উপলক্ষে ৪-১২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বহুজাতিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’ পরিচালিত হচ্ছে। এই অনুশীলনে তাৎপর্যপূর্ণ অধ্যায় ‘আর্মি চিফস্ কনক্লেভ’, যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর সেনাপ্রধানরাসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধানরা ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়