মাহিন সরকার : [২] বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বক্সিং ডিসিপ্লিনে সেরা হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। তারা ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক জিতেছে।
[৩] ৩টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ পুলিশ ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক জিতে তৃতীয় হয়েছে।
[৪] বৃহস্পতিবার ৮ এপ্রিল মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী পারভেজ উপস্থিত ছিলেন।