শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষদিনে টিকাগ্রহণ ১৩ হাজার ২৮ জনের, দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ

আতাউর অপু: করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ শেষ হয়েছে গতকাল। এই টিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আজ থেকে অর্থাৎ বৃহস্পতিবার (৮ এপ্রিল) শুরু হচ্ছে।

গত ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন মোট ৯৩৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ২৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৯৮০ জন ও নারী পাঁচ হাজার ৪৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে চার হাজার ৪৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭২ জন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৮২০ জন, রাজশাহীতে এক হাজার ৪৪৩ জন, রংপুর বিভাগে এক হাজার ৯৯৪ জন, খুলনা বিভাগে ১৯২ জন, বরিশাল বিভাগে ২৬ জন এবং সিলেট বিভাগে ৪১৯ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়