শিরোনাম
◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ◈ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ ◈ বাংলাদেশ লাগোয়া পুরানো ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষদিনে টিকাগ্রহণ ১৩ হাজার ২৮ জনের, দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে আজ

আতাউর অপু: করোনাভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ শেষ হয়েছে গতকাল। এই টিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আজ থেকে অর্থাৎ বৃহস্পতিবার (৮ এপ্রিল) শুরু হচ্ছে।

গত ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন মোট ৯৩৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ২৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৯৮০ জন ও নারী পাঁচ হাজার ৪৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে চার হাজার ৪৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭২ জন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৮২০ জন, রাজশাহীতে এক হাজার ৪৪৩ জন, রংপুর বিভাগে এক হাজার ৯৯৪ জন, খুলনা বিভাগে ১৯২ জন, বরিশাল বিভাগে ২৬ জন এবং সিলেট বিভাগে ৪১৯ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়