অহিদ মুুকুল : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মামুনুর রশীদ কিরণ এবং তার বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিহান আল রশিদ।
[৩] বুধবার এমপিপুত্র জিহান আল রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
[৪] জিহান আল রশিদ আরও জানান, গত কয়েক দিন অসুস্থবোধ করায় সোমবার করোনা পরীক্ষার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে আমাদের পরিবারের চার সদস্য নমুনা দেয়।
[৫] মঙ্গলবার বিকালে আমার আর বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে আমাদের শারীরিক অবস্থা ভালো। আমরা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।