শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দূবৃর্ত্তদের হাতে অপহৃত ভিকটিম উদ্ধার

কায়সার হামিদ : [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশ সদস্যরা।তবে অপহরণের ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

[৩] সূত্র জানায়, ৭এপ্রিল (বুধবার) সকাল পৌনে ১১টারদিকে টেকনাফের ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বি-ব্লকে অভিযান চালিয়ে একই ক্যাম্পের ব্লক-বি/৯ এর বাসিন্দা মোঃ আবুল নাসের (২৭) কে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

[৪] গত ৬ এপ্রিল রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় একদল অজ্ঞাত দূবৃর্ত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অপহৃতকে উদ্ধারের আহবান জানানো হলে এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাকে সুস্থভাবে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করতে সক্ষম হয়।

[৫] এই ব্যাপারে কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, অভিযোগের ভিত্তিতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং এই বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়