শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দূবৃর্ত্তদের হাতে অপহৃত ভিকটিম উদ্ধার

কায়সার হামিদ : [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশ সদস্যরা।তবে অপহরণের ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানা গেছে।

[৩] সূত্র জানায়, ৭এপ্রিল (বুধবার) সকাল পৌনে ১১টারদিকে টেকনাফের ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বি-ব্লকে অভিযান চালিয়ে একই ক্যাম্পের ব্লক-বি/৯ এর বাসিন্দা মোঃ আবুল নাসের (২৭) কে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

[৪] গত ৬ এপ্রিল রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় একদল অজ্ঞাত দূবৃর্ত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অপহৃতকে উদ্ধারের আহবান জানানো হলে এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাকে সুস্থভাবে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করতে সক্ষম হয়।

[৫] এই ব্যাপারে কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, অভিযোগের ভিত্তিতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং এই বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়