শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় হেফাজতের হামলায় আহত আ'লীগ নেতার মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

আশিক এলাহী:[২] রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হেফাজতের নেতা মামুনুল হক ইস্যুতে মিছিল থেকে হেফাজত, বিএনপি ও জামায়াতের ত্রি- গোষ্ঠীর হামলায় আহত হয়ে তিনদিন চিকিৎসাধীন থাকার পর আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ (৫৪) মারা গেছেন।

[৩] মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাতে সাড়ে ১২টার সময় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] মুহিবুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অনেক গুনীজন রেখে যান।এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

[৫] গত শনিবার (৩ এপ্রিল) হেফাজত ইসলামের নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ এর প্রতিবাদে ওই রাতে বিক্ষোভ মিছিল বের করে হেফাজত ইসলাম, বিএনপি ও জামাতের নেতাকর্মীরা।

[৬] এ মিছিল থেকে হামলা চালালে আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহসহ গুরুতর আহত হয় যুবলীগ নেতা আব্দুল জব্বার ও দিলদার আজম লিটন। তাদের উদ্বার করে উপজেলার একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানে মহিবুল্লাহ আশংকাজনক অবস্থায় নগরীর পার্কভিউ হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

[৭] রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি (তদন্ত) বলেন, হামলায় ঘটনায় পুলিশ ও কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল জব্বার বাদী হয়ে দুইটি পৃথক মামলা করেছেন।

[৮] মামলা দুইটিতে বিএনপি, জামায়াত ও হেফাজতের ৬৪ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ মোট ২১৪ জনকে আসামি করা হয়েছে। দুইটি মামলাতে উপজেলা বিএনপি চারজন নেতাকে আটক করা হয়েছে।

[৯] তারা হলেন প্রধান আসামি ইউনুছ মনি, এরপর ফোরকান (৩৫), ইয়াহিয়া (২৮) ও বাবর (৩৭)। এ মামলা এখন হত্যা মামলায় রুপান্তর হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়