শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১২:১৭ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জগন্নাথপুরে আড়াই কোটি টাকা মূল্যের অত্যাধুনিক ধান কাটার মেশিন বিতরণ

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কম সময়ে বেশি ফসল কর্তন ও মাড়াই করতে সরকার ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের মধ্যে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ধান কাটার অত্যাধুনিক মেশিন প্রদান করেছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪ জন কৃষকের মধ্যে ১৪ টি অত্যাধুনিক ধান কাটার মেশিন বিতরণ করা হয়। আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মধ্যে মেশিনের চাবি হস্তান্তর করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা কৃষি প্রকৌশলী তাপস কুমার তালুকদার ও আবেদীন (কবুতা) ডেপুটি ম্যানেজার মাহফুজ উল্লাহ প্রমূখ।

এর মধ্যে জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের কৃষক তছর আলী ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কবুতা, কালিটেকি গ্রামের সজল বৈদ্য ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কবুতা, কামড়াখাই গ্রামের মেহেরুল বাসার ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কবুতা, কবিরপুর গ্রামের মাহমদ আলী ২৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের কবুতা, জগদিশপুর গ্রামের মাসুক মিয়া ২৯ লাখ টাকা মূল্যের ইয়ারমার, সোনাতলা গ্রামের সিরাজ মিয়া ৩১ লাখ টাকা মূল্যের ইয়ারমার, ভূরাখালি গ্রামের দুলু মিয়া ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের আলীম, চিলাউড়া গ্রামের রফিক মিয়া ১০ লাখ টাকা মূল্যের সাইফিং, বনগাঁও গ্রামের বাবুল মিয়া ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার, সিরাজুল আলম ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার, গোয়ালকুড়ি গ্রামের শেখ আবলাছ মিয়া ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার ও বাউরকাপন গ্রামের কৃষক ছুরত মিয়ার মধ্যে ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার মেশিন বিতরণ করা হয়। এছাড়া আগামীকাল বুধবার কান্দারগাঁও গ্রামের কৃষক জয়নাল আবেদীন ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এফএম ওয়ার্ল্ড ও খাগাউড়া গ্রামের আরেক আবদুল তাহিদের মধ্যে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এফএম ওয়ার্ল্ড মেশিন বিতরণ করা হবে। হাওরাঞ্চলের কৃষকদের সহায়তায় প্রতিটি মেশিনের মোট মূল্যের ৭০ ভাগ ভর্তুকি দিয়েছে সরকার। বাকি ৩০ ভাগ টাকা দিয়েছেন সুবিধাভোগী কৃষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়