শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১২:১৭ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জগন্নাথপুরে আড়াই কোটি টাকা মূল্যের অত্যাধুনিক ধান কাটার মেশিন বিতরণ

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কম সময়ে বেশি ফসল কর্তন ও মাড়াই করতে সরকার ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের মধ্যে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ধান কাটার অত্যাধুনিক মেশিন প্রদান করেছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৪ জন কৃষকের মধ্যে ১৪ টি অত্যাধুনিক ধান কাটার মেশিন বিতরণ করা হয়। আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মধ্যে মেশিনের চাবি হস্তান্তর করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা কৃষি প্রকৌশলী তাপস কুমার তালুকদার ও আবেদীন (কবুতা) ডেপুটি ম্যানেজার মাহফুজ উল্লাহ প্রমূখ।

এর মধ্যে জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের কৃষক তছর আলী ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কবুতা, কালিটেকি গ্রামের সজল বৈদ্য ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কবুতা, কামড়াখাই গ্রামের মেহেরুল বাসার ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কবুতা, কবিরপুর গ্রামের মাহমদ আলী ২৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের কবুতা, জগদিশপুর গ্রামের মাসুক মিয়া ২৯ লাখ টাকা মূল্যের ইয়ারমার, সোনাতলা গ্রামের সিরাজ মিয়া ৩১ লাখ টাকা মূল্যের ইয়ারমার, ভূরাখালি গ্রামের দুলু মিয়া ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের আলীম, চিলাউড়া গ্রামের রফিক মিয়া ১০ লাখ টাকা মূল্যের সাইফিং, বনগাঁও গ্রামের বাবুল মিয়া ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার, সিরাজুল আলম ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার, গোয়ালকুড়ি গ্রামের শেখ আবলাছ মিয়া ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার ও বাউরকাপন গ্রামের কৃষক ছুরত মিয়ার মধ্যে ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের রিপার মেশিন বিতরণ করা হয়। এছাড়া আগামীকাল বুধবার কান্দারগাঁও গ্রামের কৃষক জয়নাল আবেদীন ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এফএম ওয়ার্ল্ড ও খাগাউড়া গ্রামের আরেক আবদুল তাহিদের মধ্যে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এফএম ওয়ার্ল্ড মেশিন বিতরণ করা হবে। হাওরাঞ্চলের কৃষকদের সহায়তায় প্রতিটি মেশিনের মোট মূল্যের ৭০ ভাগ ভর্তুকি দিয়েছে সরকার। বাকি ৩০ ভাগ টাকা দিয়েছেন সুবিধাভোগী কৃষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়