শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য ভর্তুকী

নাঈমুল ইসলাম খান: [১] মাননীয় প্রধানমন্ত্রী, আমি গত ৫ এপ্রিল ‘লকডাউন’ চলাকালীন বইমেলায় যাওয়ার অনুমোদিত সময়ে তিন কন্যাসহ সপরিবারে গিয়েছিলাম।

[২] এবছর বইমেলা করোনার কারণে নির্ধারিত সময়ে, ফেব্রুয়ারি মাসে হতে পারেনি। মার্চ মাসে যখন শুরু হলো তখনও করোনা ভয়াবহতার দ্বিতীয় ঢেউয়ে বইমেলায় বেচাকেনা একেবারেই হয়নি।

[৩] মেলায় ঘুরে ঘুরে প্রকাশক এবং স্টলের কর্মীদের সাথে কথা বলে বুঝতে পারলাম অনেকগুলো প্রতিষ্ঠান তাদের স্টল নির্মাণ এবং কর্মীদের বেতন ভাতার টাকা মেলার বিক্রি দিয়ে উঠাতে পারবে না। লাভতো বহুদূর।

[৪] বাংলাদেশে প্রকাশকদের একটি বড় অংশ মূলত ফেব্রুয়ারির, বইমেলা দিয়েই তাদের ব্যবসা টিকিয়ে রাখতে সক্ষম হয়। বছরের অন্যান্য সময়ে বিক্রি এমনকি সুদিনেও তেমন উল্লেখযোগ্য হয় না।

[৫] বিগত একবছর দেশে করোনাকাল, তার উপর এবছর মার্চে বইমেলা হলো চরম লোকশানের। এতো বড় বিপর্যয় অনেক প্রকাশকই সামাল দিতে সক্ষম নন। অনলাইনে বই বিক্রিও উল্লেখযোগ্য নয়।

[৬] উপরোক্ত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশকদের জন্য কিছু ভর্তুকী সহায়তা দান করলে অনেকগুলো প্রকাশনা প্রতিষ্ঠান অস্তিত্ব রক্ষা করতে পারবে।

[৭] আমাদের মতো রাষ্ট্রে শিল্প- সাহিত্য- সংস্কৃতি এমনকি সাংবাদিকতাও সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া বিকশিত হতে পারে না। পারবে না।

[৮] মাননীয় প্রধানমন্ত্রী আপনি শিল্প সাহিত্যের অনুরাগী এবং বিশেষ করে বইমেলায় আপনার বিশেষ উৎসাহের কথা আমরা জানি।

[৯] আমি এজন্যই সবিনয়ে আপনার কাছে অনুরোধ করছি ক্ষতিগ্রস্ত প্রকাশকদের কিছু নগদ টাকা দান করার ব্যবস্থা করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়