আসিফুজ্জামান পৃথিল: [২] বরফ গলে যাওয়ায় রাশিয়ার উত্তরাংশে খুলে যাচ্ছে এশিয়াকে ইউরোপের সঙ্গে যুক্তকারী একটি গুরুত্বপূর্ণ নতুন জাহাজী পথ। এই অবকাঠামো সেই পথকে নিরাপদ করতেও ব্যবহার হতে পারে। তবে অস্ত্র বিশেষজ্ঞ আর পশ্চিমা কর্মকর্তারা আবারও সম্ভাব্য রুশ সুপার ওয়াপন ২এম৩৯ টর্পেডোর ব্যাপারে শঙ্কায় পড়ে গেছেন। খুব দ্রুততম সময়ে এই অস্ত্র তৈরি করছে রাশিয়া। ধারণা করা হয়, ফেব্রুয়ারিতে এর পরীক্ষাও হয়েছে। সিএনএন
[৩] এই মানুষ্যহীন পারমাণবিক টর্পেডো চালিত হয় একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের শক্তিতে। যুক্তরাষ্ট্রেরও নিজ উপকূল রক্ষায় সাগরতলে এই ধরণের সিসেস্টম মোতায়েন আছে। তবে সেগুলো নিউক্লিয়ার নয়। এই টর্পেডো পারমানবিক হওয়ায়, অনেক বিশেষজ্ঞ মনে করেন, তা উত্তর মেরুতে তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে পারে।
[৪] বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্র অতিবাস্তব। যেকোনও সময় তা সার্ভিসে চলে আসবে। সিএনএন এর প্রাপ্ত স্যাটেলাইট ছবি বলছে বিশালাকার একটি সামরিক অবকাঠামোর কথা। এটি প্রায় তৈরি হয়ে গেছে এবং সম্ভববত অপারেশনাল। আলাস্কা উপকূলের বেশ কাছে অবস্থিত এই ঘাঁটিতে থাকছে বম্বার, মিগ-৩১বিএম এবং রাডার সিস্টেম।