আসিফুজ্জামান পৃথিল: [২] গত বছর মডার্নার করোনাভাইরাস ভ্যাকসিন পরীক্ষা করতে সহায়তা করেছিলেন ইয়ান হাইডন। এখন তিনি ভ্যাকসিনটির নতুন ধরণ পরীক্ষা করতে সহায়তা করছেন, যা ভাইরাসটির নতুন ও আরও সংক্রামক ভ্যারিয়েন্টকে দমাতে সহায়তা করবে। তিনি বলেন, ‘গত বছর আমি মডার্নার ভ্যাকসিন নিরাপদ কিনা তা জানতে ব্যবহার করেছিলাম। আজ আমার কোভিড ভ্যাকসিন নেওয়ার বর্ষপূর্তি হলো। আমি আজ ৩য় ডোজ নিয়েছি। এটি একটি বুস্টার পরীক্ষা।’ সিএনএন
[৩] চিকিৎসকদের ভয়, কোভিড-১৯ একসময় ইনফ্লুয়েঞ্জার মতো একটি নিয়মিত মৌসুমী রোগে পরিণত হবে। তাই প্রতিবছর নতুন একটি ভ্যাকসিন পয়োজন হবে, যেনো নিত্যনতুন স্ট্রেইনের মোকাবেলা করা যায়। কারণ পুরোনো ভ্যাকসিনের ইমিউনিটি প্রাচীর দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে। এবিসি
[৪] অবশ্য প্রাথমিক তথ্য বলছে, করোনা ভ্যাকসিনের প্রদান করা প্রতিরোধ ক্ষমতা অনেকদিন সুরক্ষা দেয়। কিন্তু ভ্যাকসিন নির্মাতারা নতুন নতুন ডোজ তৈরি শুরু করে দিয়েছেন। কারণ এটি তাদের জন্য নতুন মুনাফা নিয়ে আসতে পারে। বিশেষত দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টকে দমাতে পারে এমন ভ্যাকসিন তৈরির আগ্রহই সবচেয়ে বেশি।