তাহমীদ রহমান: [২] পাঁচজন নারী বিবিসিকে জানিয়েছেন, তারা এই গুরুদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নির্যাতন ও হয়রানির মুখোমুখি হয়েছেন। এদের মধ্যে রামাকান্ত গুন্ডেচার বিরুদ্ধে একজনের অভিযোগ, যৌনতার প্রস্তাব প্রত্যাখান করায়, তিনি তাকে ঠিকমতো শেখাননি। বিবিসি
[৩] মনিকা (ছন্মনাম) বলেন, ভারতের মধ্য প্রদেশের ‘ধ্রুপদ’ সঙ্গীত বিদ্যালয়ে তিনি যখন শিক্ষা গ্রহণ করছিলেন, প্রখ্যাত শাস্ত্রীয় ভারতীয় সংগীতশিল্পী প্রয়াত রামকান্ত গুন্ডাচা তাকে ধর্ষণ করেছিলেন।
[৪] গুন্ডেচা ২০১২ সালের নভেম্বরে মারা যান। তিনি ছাড়াও তার দুই ভাই ভাই উমাকান্ত এবং অখিলেশের বিরুদ্ধে সংগীত বিদ্যালয়ের নারীশিক্ষার্থীদের যৌন হয়রানি ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে। তিন মাসের তদন্ত চলাকালীন বিবিসি গুন্ডাচা ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানতে পারে। তবে উমাকান্ত ও অখিলেশ অভিযোগ অস্বীকার করেছেন।
[৫] মনিকা বলেন, স্কুলে তার প্রথম সপ্তাহ থেকেই রমাকান্তের কাছ থেকে অশ্লীল হোয়াটসঅ্যাপের মেসেজ পেতে শুরু করেছিলো। রমাকান্ত এক সন্ধ্যায় তাকে একটি অন্ধকার গাড়ি পার্কে নিয়ে যান এবং গাড়ির পিছনে তার শ্লীলতাহানি করেন।
[৬] মনিকা জানিয়েছেন, তিনি ঘটনার স্মৃতি মুছে ফেলতে চেয়েছিলেন। তিনি তখনই স্কুল ছেড়ে যাননি, কারণ তিনি সংগীত পছন্দ করেন। এছাড়াও তিনি নিজের সঞ্চিত সব অর্থ এখানে শিক্ষার জন্য বিনিয়োগ করেছিলেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল