শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: করোনায় ভয় পান, সতর্ক হন

আমিনুল ইসলাম : মানুষকে ভয় পাইয়ে দেওয়া আমার উদ্দেশ্য নয়। এরপরও বলতেই হচ্ছে। এইবারের করোনা যে অনেক ভয়াবহ এবং অনেক মানুষ টেস্ট করানোর আগেই মারা যাচ্ছে; সেই বিষয়টা কেন আপনারা মানুষের কাছে তুলে ধরছেন না? আপনাদের হিসেবে হয়তো প্রতিদিন ৫০/৬০ জন মানুষ মারা যাচ্ছে। সেটা মানলাম। কিন্তু অনেক মানুষ যে হঠাৎ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এইবার; যাদের কোনো টেস্টও করানোর সুযোগ হয়নি; তারা তো এই তালিকায় আসছে না। হাসপাতালে নিতে নিতেই অনেকে মারা যাচ্ছে। যেহেতু তাদের করোনা টেস্ট করানো হয়নি; তাই তারা করোনায় মারা গিয়েছে এমন তালিকায় আসছে না। কিন্তু তারা তো করোনাতেই মারা গিয়েছে।
হাসপাতালগুলোতে আপনারা জায়গা দিতে পারছেন না। দ্রুত টেস্ট করানো যাচ্ছে না। তাহলে মানুষকে আপনারা সতর্ক করছেন না কেন? প্রতিদিন ফেসবুক খুললেই আমি মৃত্যু সংবাদ দেখতে পাচ্ছি। হঠাৎ করে মানুষজন মরে যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আপনারা কি বুঝতে পারছেন না- এইবারের করোনা তার রূপ বদল করেছে। ব্রিটিশ ভেরিয়েন্ট অনেক বেশি দ্রুত ছড়াচ্ছে।
তাছাড়া আমি যতোটুকু বুঝি- একটা ভাইরাস যতোবেশি সুযোগ পায়, ততো সে তার রঙ বদলায়। আপনি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারেন- বাংলাদেশে এসে ভাইরাসটি তার রূপ নতুন করে বদল করছে না? ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় যদি করতে পারে; বাংলাদেশে এসেও তো ভাইরাসটি নতুন রূপে আবির্ভূত হতে পারে। কে জানে, এটি হয়তো আরও বেশি শক্তিশালী হয়েছে।
এখন ভয় পাবার সময়। আপনাদের জানিয়ে রাখি- অনেক মানুষ মারা যাচ্ছে একদম কোন কিছু বুঝার আছেই। আপনি সুস্থ-সবল আছেন; একদিনের মাথায় অসুস্থ হয়ে দ্বিতীয় দিন মরে যাচ্ছেন। টেস্ট করানোর সুযোগটাও হচ্ছে না। আপনি যে করোনায় মারা গিয়েছেন, সেই তালিকায়ও তাই আপনার নাম আসছে না। ভয় পান। সতর্ক হন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়