শিরোনাম
◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের ◈ বিশ্বকাপ ট্রফি নিয়ে আজ ঢাকায় আসছেন গিলবার্তো সিলভা ◈ আদালতের আদেশে আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ ◈ নির্বাচনের কারণে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল বাংলাদেশ ◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: করোনায় ভয় পান, সতর্ক হন

আমিনুল ইসলাম : মানুষকে ভয় পাইয়ে দেওয়া আমার উদ্দেশ্য নয়। এরপরও বলতেই হচ্ছে। এইবারের করোনা যে অনেক ভয়াবহ এবং অনেক মানুষ টেস্ট করানোর আগেই মারা যাচ্ছে; সেই বিষয়টা কেন আপনারা মানুষের কাছে তুলে ধরছেন না? আপনাদের হিসেবে হয়তো প্রতিদিন ৫০/৬০ জন মানুষ মারা যাচ্ছে। সেটা মানলাম। কিন্তু অনেক মানুষ যে হঠাৎ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এইবার; যাদের কোনো টেস্টও করানোর সুযোগ হয়নি; তারা তো এই তালিকায় আসছে না। হাসপাতালে নিতে নিতেই অনেকে মারা যাচ্ছে। যেহেতু তাদের করোনা টেস্ট করানো হয়নি; তাই তারা করোনায় মারা গিয়েছে এমন তালিকায় আসছে না। কিন্তু তারা তো করোনাতেই মারা গিয়েছে।
হাসপাতালগুলোতে আপনারা জায়গা দিতে পারছেন না। দ্রুত টেস্ট করানো যাচ্ছে না। তাহলে মানুষকে আপনারা সতর্ক করছেন না কেন? প্রতিদিন ফেসবুক খুললেই আমি মৃত্যু সংবাদ দেখতে পাচ্ছি। হঠাৎ করে মানুষজন মরে যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আপনারা কি বুঝতে পারছেন না- এইবারের করোনা তার রূপ বদল করেছে। ব্রিটিশ ভেরিয়েন্ট অনেক বেশি দ্রুত ছড়াচ্ছে।
তাছাড়া আমি যতোটুকু বুঝি- একটা ভাইরাস যতোবেশি সুযোগ পায়, ততো সে তার রঙ বদলায়। আপনি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারেন- বাংলাদেশে এসে ভাইরাসটি তার রূপ নতুন করে বদল করছে না? ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় যদি করতে পারে; বাংলাদেশে এসেও তো ভাইরাসটি নতুন রূপে আবির্ভূত হতে পারে। কে জানে, এটি হয়তো আরও বেশি শক্তিশালী হয়েছে।
এখন ভয় পাবার সময়। আপনাদের জানিয়ে রাখি- অনেক মানুষ মারা যাচ্ছে একদম কোন কিছু বুঝার আছেই। আপনি সুস্থ-সবল আছেন; একদিনের মাথায় অসুস্থ হয়ে দ্বিতীয় দিন মরে যাচ্ছেন। টেস্ট করানোর সুযোগটাও হচ্ছে না। আপনি যে করোনায় মারা গিয়েছেন, সেই তালিকায়ও তাই আপনার নাম আসছে না। ভয় পান। সতর্ক হন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়