শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনে সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা ৪৫ হাজার ৫৩৮ জন: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] রোববার সারাদেশে পুরুষ টিকা নিয়েছেন ২৫ হাজার ৬৫০, নারী ১৯ হাজার ৮৮৮ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৫৪ লাখ ৯৮ হাজার ১৭২ জন, এর মধ্যে পুরুষ নিয়েছেন ৩৪ লাখ ১২ হাজার ৩ জন। নারী ২০ লাখ ৮৬ হাজার ১৬৯ জন। আর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯৩৮ জনের।

[৩] গত ২৪ ঘণ্টায় রাজধানীতে টিকা নিয়েছেন, ৭২৫৭ জন এর মধ্যে পুরুষ ৪২৯৩ আর নারী ২৯৬৪ জন। এপর্যন্ত মোট টিকা নিয়েছেন ৮ লাখ ৬১ হাজার ১৬২ জন, এরমধ্যে পুরুষ নিয়েছেন, ৫ লাখ ৫১ হাজার ৪৬২ জন আর নারী নিয়েছেন ৩ লাখ ৯৭ হাজার। এদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ২৩১ জনের।

[৪] এদিকে সোমবার থেকে বন্ধ হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচির প্রথম ডোজের টিকা প্রয়োগ। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন। তিনি বলেন, লকডাউনের ভেতরে আমাদের টিকাদান কর্মসূচি চলমান থাকবে।

[৫] সোমবার থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে। দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে। যারা টিকা নেবেন তারা নিজনিজ টিকাদান কেন্দ্রে গিয়ে ম্যাসেজসহ কার্ড দেখিয়ে টিকা নেবেন বলে জানালেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়